X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

বিএনপির জন্য জরুরি অবস্থা ঘোষণা দরকার: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৯, ১৩:৪৮আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ২৩:৪৫

ফার্মগেটে আওয়ামী লীগের ডেঙ্গু সংক্রান্ত কর্মসূচিতে ওবায়দুল কাদের বিএনপি যে সংকটে আছে তা থেকে দলটিকে উদ্ধার করার জন্য জরুরি অবস্থা ঘোষণা করা দরকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি ডেঙ্গু নিয়ে রাজনীতি করছে। তারা ডেঙ্গু প্রতিরোধে নেই, বন্যার্তদের পাশে নেই। পরিচ্ছন্নতা অভিযানে কোথাও তারা নেই। দল হিসেবে বিরোধী দলেরও এখানে দায়িত্ব আছে। তারা কখনও বলে মহামারি ঘোষণা করো, কখনও বলে জরুরি অবস্থা ঘোষণা করো। জরুরি অবস্থা তাদের দরকার, যারা জরুরি সংকটে আছে।’

শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক প্রচারপত্র বিলির সময় তিনি এ কথা বলেন।

বিএনপির প্রতি ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, ‘দল হিসেবে ব্যর্থতার দগদগে ঘা যাদের, যারা নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ, গত দেড় বছরে তারা খালেদা জিয়ার জন্য দেড় মিনিটও আন্দোলন করতে পারেনি। বিরোধী দল হিসেবে দায়িত্বশীল আচরণে ব্যর্থ। দেশের মানুষ কাজ চায়, দেশের মানুষ নাম চায় না।’

‘বাড়ি যাবেন, কিন্তু সতর্ক থাকেবন’

সবাইকে সতর্কতা অবলম্বন করে ঈদে বাড়ি যাওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘একটা মহল আতঙ্ক ছড়াচ্ছে, যেন ঈদের সময় বাড়িঘরে না যায়। আপনার বাড়িঘরে আপনি কেন যাবেন না? সবারই ইচ্ছা আছে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদ উদযাপন করার। সবাই বাড়ি যাবেন, কিন্তু সতর্ক থাকবেন। এটা হলো আমাদের অনুরোধ। ডেঙ্গু সম্পর্কে সতর্ক থাকবেন।’

তিনি আরও বলেন, ‘যারা কাজ করে না, তারাই আজ আতঙ্ক সৃষ্টি করে। যারা বন্যাদুর্গতদের পাশে দাঁড়ায় না, তারাই বন্যাদুর্গতদের নিয়ে রাজনীতি করে। যত দোষ নন্দ ঘোষ, সরকারের ঘাড়ে দোষ চাপায়।’

কম কথা বলার আহ্বান

এখন সময় অত্যন্ত সংবেদনশীল মন্তব্য করে কাদের বলেন, ‘আমরা কথা কম বলবো, কাজ করবো। এই সময় অতি কথা দেশের জন্য খারাপ ফল বয়ে আনতে পারে। অতি কথন থেকে দায়িত্বশীলদের বিরত থাকার আহ্বান জানাচ্ছি। কথা কম বলে আমাদের বেশি বেশি করে কাজ করতে হবে। মানুষকে বাঁচাতে হবে, আতঙ্ক থেকে বাঁচাতে হবে।’

ডেঙ্গু মনিটরিং সেল

ডেঙ্গু প্রতিরোধে মনিটরিং সেল করা হচ্ছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘সারাদেশের ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকদের দিয়ে মনিটরিং সেল গঠন করছে আওয়ামী লীগ। ডেঙ্গু ও এডিশ মশা প্রতিরোধকে একটা লড়াই হিসেবে নিয়েছি আমরা। ডেঙ্গুমুক্ত বাংলাদেশ শেখ হাসিনার নির্দেশ। পরিচ্ছন্ন বাংলাদেশ এই অঙ্গীকারে আমরা নেমেছি।’

গতকাল বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতাদের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক হয়েছে উল্লেখ করে কাদের বলেন, ‘সারা বাংলাদেশে চিকিৎসকদের পক্ষ থেকে মনিটরিং সেল গঠন করা হবে। সারা দেশের সর্বত্রই এই মনিটরিং সেল ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা, শনাক্তকরণ,  চিকিৎসা ঠিকমতো হচ্ছে কি না, কোনও অবহেলা হচ্ছে কি না, এসব বিষয় দেখবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই সেল গঠন করা হচ্ছে জানিয়ে কাদের বলেন, ‘আমরা বৈঠক করেছি, আজকের বৈঠক চূড়ান্ত রূপ নেবে। যতদিন না পর্যন্ত পরিচ্ছন্ন বাংলাদেশ, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়তে পারবো ততদিন আমাদের লড়াই চলবে।’

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম,  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম, আহমদ হোসেন, মেজবা উদ্দিন সিরাজ প্রমুখ। 

আরও পড়ুন: ডেঙ্গু মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণার দাবি মির্জা ফখরুলের

/এএইচআর/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
ছেলেবেলার ক্লাবের শেয়ার বিক্রি করে দিচ্ছেন রোনালদো
ছেলেবেলার ক্লাবের শেয়ার বিক্রি করে দিচ্ছেন রোনালদো
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
মুক্তিযোদ্ধাকে মারধর, আ.লীগ নেতার ভাগনে কারাগারে
মুক্তিযোদ্ধাকে মারধর, আ.লীগ নেতার ভাগনে কারাগারে
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়