ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র খেলাফত। শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালবাগে এক সভায় সংগঠনটির নেতারা এ প্রতিবাদ জানান।
সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. খোরশেদ আলম বলেন, ঢাবি ক্যাম্পাসে ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধকারীরা ক্যাম্পাসের শান্ত পরিবেশকে অশান্ত করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে। আমরা জানতে পেরেছি, ডাকসু ভিপির মতামতকে পাশ কাটিয়ে সংখ্যাগরিষ্ঠতার জোরে একটি ছাত্র সংগঠনের সদস্যরা এমন সিদ্ধান্ত নিয়েছে। তারা বিশ্ববিদ্যালয়কে ইসলামমুক্ত করে নিজেদের অপকর্ম বিস্তৃত করতেই এই কাজ করেছে। দেশের ছাত্র-জনতা তাদের এই সিদ্ধান্ত মানে না, মানবে না।
সভায় অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে সকল ছাত্র সংগঠনের রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে ঢাবি ভিসির প্রতি দাবি জানানো হয়।
সভায় আরও বক্তব্য রাখেন ইসলামী ছাত্র খেলাফতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মো. আবুল হাসিম শাহী, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি আরিফ বিল্লাহ আল-হুমাইদী ও কেন্দ্রীয় দফতর সম্পাদক ইলিয়াছ আহমেদ প্রমুখ।