X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সাদের পাশে নেই জাপার স্থানীয় প্রভাবশালী নেতারা

মাহবুব হাসান, রংপুর থেকে
০৪ অক্টোবর ২০১৯, ১০:৪৮আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ১৮:৫০

সাদ এরশাদ রংপুর-৩ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী রাহগীর আল মাহি সাদ এরশাদকে বিজয়ী করতে জাতীয় পার্টির শীর্ষ নেতারা মরিয়া। দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা তার নিজের নির্বাচনি এলাকা রংপুর-১ (গঙ্গাচড়া) এ অবস্থান করছেন। আর দলের চেয়ারম্যান জি এম কাদের গত বুধবার (২ অক্টোবর) গঙ্গাচড়ায় একটি কর্মিসভা করে বৃহস্পতিবার ঢাকায় ফিরে গেছেন। কিন্তু শেষ মুহূর্তে এসে সাদের পাশে দেখা যায়নি জাতীয় পার্টির স্থানীয় প্রভাবশালী নেতাদের।

নির্বাচনে ছেলে সাদের পাশে থাকার জন্য রংপুরে আসার কথা থাকলেও অসুস্থতার কারণে রংপুরে আসতে পারেননি জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবং জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তার হয়ে রংপুরে সার্বক্ষণিক অবস্থান করছেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এবং রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ফখরুজ্জামান জাহাঙ্গীর।

এদিকে, রওশন এরশাদ রংপুরে এসে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী রিটা রহমান। তবে, এস এম ফখরুজ্জামান জাহাঙ্গীর বাংলা ট্রিবিউনকে জানান, ছেলের প্রথম নির্বাচনে তার পাশে থাকতে চেয়েছিলেন মা রওশন এরশাদ। তিনি রংপুরে এসে নির্বাচনি এলাকার বাইরে অবস্থান করার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি।

বুধবার রংপুরের গঙ্গাচড়ায় আসেন জাপার চেয়ারম্যান জি এম কাদের। সেদিন সন্ধ্যায় দলের মহাসচিবসহ নির্বাচনি এলাকার সীমান্তবর্তী গঙ্গাচড়ার শিরিন পার্কের কমিউনিটি সেন্টারে এক কর্মিসভা করে সাদ এরশাদকে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। এরপর বৃহস্পতিবার তিনি ঢাকায় ফিরে গেছেন।

নির্বাচনের আর মাত্র একদিন বাকি থাকলেও সাদ এরশাদের পাশে দেখা যায়নি জাতীয় পার্টির রংপুরের স্থানীয় নেতাদের। নির্বাচনি গণসংযোগের সময় সাদের সঙ্গে জাপা রংপুর মহানগরের সাধারণ সম্পাদক ইয়াসির আহমদ ও মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফাকে দেখা যায়নি। যদিও ইয়াসির আহমদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিনি প্রকাশ্যে সাদ এরশাদকে সমর্থন দিয়েছেন। তার পক্ষে গণসংযোগ করেছেন। রংপুর মহানগর জাতীয় পার্টির নেতাকর্মীরা সাদের হয়ে কাজ করছেন। এরপরও কেউ অন্যায় অভিযোগ করলে সেটা দুঃখজনক।’

মেয়র মোস্তফার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি। অসুস্থ বলে পাশ কাটিয়ে যান।

তবে, জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গার অনুসারীদের সার্বক্ষণিক সাদের পাশে অবস্থান করতে দেখা গেছে। তারা যেমন নির্বাচনি জনসভা ও পথসভায় উপস্থিত ছিলেন, তেমনি বৃহস্পতিবার রাতেও পল্লি নিবাসে সাদের সঙ্গে নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। শুক্রবার সকাল ৯টায় যোগাযোগের চেষ্টা করা হলে রাঙ্গার ফোন বন্ধ পাওয়া যায়। এ কারণে বিষয়টি নিয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

তবে জি এম কাদের মোবাইল ফোনে বাংলা ট্রিবিউনকে বলেন,‘রংপুরের নেতাকর্মীরা সাদের পক্ষেই রয়েছেন। তারা গণজোয়ার সৃষ্টি করেছেন। আমরা আশা করি নির্বাচনে সাদ এরশাদই জিতবে।’

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি