X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে চলে যাচ্ছে: আমীর খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৯, ১৫:১১আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১৬:১৬

মানববন্ধনে বক্তব্য রাখছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রতিবছর হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘এই টাকার বড় অংশ হচ্ছে দুর্নীতির টাকা। দেশের অর্থনীতি যদি পর্যালোচনা করা হয়, এটা পরিপূর্ণভাবে আওয়ামী অর্থনীতিতে পরিণত হয়েছে।'

শুক্রবার (১৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকারীদের ফাঁসির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। মানববন্ধনের আয়োজন করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

তিনি বলেন, ‘প্রতিবছর হাজার হাজার কোটি টাকা বাইরে চলে যাচ্ছে। এর বড় অংশ হচ্ছে দুর্নীতির টাকা। আর ছোট্ট একটি অংশ হচ্ছে যারা বাংলাদেশে ব্যবসা করেন তাদের। এখানে লুটপাটের কারণে ব্যবসা করার সুযোগ নেই, এজন্য তারা টাকা নিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতি যদি পর্যালোচনা করা হয়,এটা পরিপূর্ণভাবে আওয়ামী অর্থনীতিতে পরিণত হয়েছে।’

খসরু বলেন, ‘আসলে ঘটনা হচ্ছে, এখানে এত বড় অংকের লেনদেন যে, এগুলো সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। এই লেনদেনের মধ্যে ভাগবাটোয়ারা নিয়ে সমস্যা হয়ে যায়। যখন সমস্যা হয়ে যায়, তখন একজন আরেকজনকে মেরে ফেলে। এখানে একজন আরেকজনকে ধরিয়ে দিচ্ছে। যারা ধরিয়ে দিচ্ছে তারা তো জানে কে কোথায় কী করছে। এসব অভিযানে বাংলাদেশের যে দুর্নীতি ও দুর্বৃত্তায়নের চিত্র, তা লাখ লাখ অভিযান চালালেও শেষ হবে না।’

তিনি বলেন, ‘যারা অন্যায় অবিচার করছেন তাদের জন্য মাঠ খোলা আছে। কারণ, যেই দেশে ওপর থেকে নিচ পর্যন্ত সবাই একই কাজে ব্যস্ত, তারা আবার অন্যের কাজে কীভাবে বাধা দেবে। বিশেষ করে একটি অনির্বাচিত সরকার যেখানে দেশ পরিচালনা করে, একটি অনির্বাচিত সংসদ যেখানে আইন পরিচালনা করে, তখন এমন হওয়াই স্বাভাবিক।’

মানববন্ধনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি কাদের গণি চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএন/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার
আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
জিম্বাবুয়ে সিরিজ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে বাংলাদেশ
জিম্বাবুয়ে সিরিজ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে বাংলাদেশ
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী