X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে চলে যাচ্ছে: আমীর খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৯, ১৫:১১আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১৬:১৬

মানববন্ধনে বক্তব্য রাখছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রতিবছর হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘এই টাকার বড় অংশ হচ্ছে দুর্নীতির টাকা। দেশের অর্থনীতি যদি পর্যালোচনা করা হয়, এটা পরিপূর্ণভাবে আওয়ামী অর্থনীতিতে পরিণত হয়েছে।'

শুক্রবার (১৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকারীদের ফাঁসির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। মানববন্ধনের আয়োজন করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

তিনি বলেন, ‘প্রতিবছর হাজার হাজার কোটি টাকা বাইরে চলে যাচ্ছে। এর বড় অংশ হচ্ছে দুর্নীতির টাকা। আর ছোট্ট একটি অংশ হচ্ছে যারা বাংলাদেশে ব্যবসা করেন তাদের। এখানে লুটপাটের কারণে ব্যবসা করার সুযোগ নেই, এজন্য তারা টাকা নিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতি যদি পর্যালোচনা করা হয়,এটা পরিপূর্ণভাবে আওয়ামী অর্থনীতিতে পরিণত হয়েছে।’

খসরু বলেন, ‘আসলে ঘটনা হচ্ছে, এখানে এত বড় অংকের লেনদেন যে, এগুলো সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। এই লেনদেনের মধ্যে ভাগবাটোয়ারা নিয়ে সমস্যা হয়ে যায়। যখন সমস্যা হয়ে যায়, তখন একজন আরেকজনকে মেরে ফেলে। এখানে একজন আরেকজনকে ধরিয়ে দিচ্ছে। যারা ধরিয়ে দিচ্ছে তারা তো জানে কে কোথায় কী করছে। এসব অভিযানে বাংলাদেশের যে দুর্নীতি ও দুর্বৃত্তায়নের চিত্র, তা লাখ লাখ অভিযান চালালেও শেষ হবে না।’

তিনি বলেন, ‘যারা অন্যায় অবিচার করছেন তাদের জন্য মাঠ খোলা আছে। কারণ, যেই দেশে ওপর থেকে নিচ পর্যন্ত সবাই একই কাজে ব্যস্ত, তারা আবার অন্যের কাজে কীভাবে বাধা দেবে। বিশেষ করে একটি অনির্বাচিত সরকার যেখানে দেশ পরিচালনা করে, একটি অনির্বাচিত সংসদ যেখানে আইন পরিচালনা করে, তখন এমন হওয়াই স্বাভাবিক।’

মানববন্ধনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি কাদের গণি চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএন/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘ভবিষ্যতে আ.লীগ বলে কোনও দল থাকবে না’
যুবদল নেতার ওপর হামলা: চিলমারী বিএন‌পির দুই নেতা‌কে অব‌্যাহ‌তি
ফরিদপুরে এ কে আজাদের বাড়িতে চড়াও হলেন বিএনপি নেতাকর্মীরা
সর্বশেষ খবর
সরকারের জাতীয় ঐকমত্যের উদ্যোগে বাধা একটি দল: জামায়াত সেক্রেটারি
সরকারের জাতীয় ঐকমত্যের উদ্যোগে বাধা একটি দল: জামায়াত সেক্রেটারি
বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণই আমাদের একমাত্র শক্তি: নাহিদ ইসলাম
বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণই আমাদের একমাত্র শক্তি: নাহিদ ইসলাম
কাবরেরার পদত্যাগ চেয়ে নিজেই অপসারিত শাহীন!
কাবরেরার পদত্যাগ চেয়ে নিজেই অপসারিত শাহীন!
‘ভবিষ্যতে আ.লীগ বলে কোনও দল থাকবে না’
‘ভবিষ্যতে আ.লীগ বলে কোনও দল থাকবে না’
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা