X
সোমবার, ২৬ মে ২০২৫
১২ জ্যৈষ্ঠ ১৪৩২

জামায়াত থেকে সাবেক সচিব সোলায়মান চৌধুরীর পদত্যাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৯, ১৫:৩৯আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ১৬:৪১

এ এফ এম সোলায়মান চৌধুরী জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেছেন সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে দলের আমির ডা. শফিকুর রহমানের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে সোলায়মান চৌধুরী বলেন, ‘একান্তই ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। এর বেশি কিছু আপাতত বলতে পারছি না।’

দলের আমিরকে লেখা পদত্যাগপত্রে সোলায়মান চৌধুরী বলেন, ‘আশা করি ভালো এবং সুস্থতার সাথে আপনার উপর অর্পিত দায়িত্ব আমানতদারিতার সাথে পালন করছেন। আমি এ.এফ.এম সোলায়মান চৌধুরী অদ্য ১০ ডিসেম্বর-২০১৯, মঙ্গলবার বেলা ১টা ৫০ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য পদে ইস্তফা প্রদান করলাম এবং সংগঠনের সকল দায়িত্ব ও পদ থেকে পদত্যাগ করলাম।’

পত্রে আমিরের ‘সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ কল্যাণের’ জন্য দোয়া কামনা করেন সাবেক এই আমলা। তার ঘনিষ্ঠরা জানান, সোলায়মান চৌধুরী ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব, পাটকল সংস্থার চেয়ারম্যান, চট্টগ্রাম ওয়াসা চেয়ারম্যান, জনতা ব্যাংকের চেয়ারম্যান, পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান, রাষ্ট্রপতির সচিবসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ রাজস্ব বোর্ডের চেয়ারম্যান পদ থেকে তিনি অবসরে যান। এ এফ এম সোলায়মান চৌধুরীর পদত্যাগ পত্র

সোলায়মান চৌধুরীর একাধিক ঘনিষ্ঠজন বাংলা ট্রিবিউনকে জানান, গত ৩ ডিসেম্বর জামায়াত থেকে বহিষ্কৃত মজিবুর রহমান মনজুর নেতৃত্বাধীন ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’ এর কার্যালয়ে বিশিষ্ট নাগরিকদের সুধী সমাবেশে অংশ নেন সোলায়মান চৌধুরী। এরপর জামায়াতের উচ্চপর্যায় থেকে তাকে ডেকে পাঠানো হয়।

একটি সূত্রের দাবি, গত ৫ ডিসেম্বর জামায়াতের শীর্ষ পর্যায়ের এক নেতা সোলায়মান চৌধুরীকে ডেকে নিয়ে তাকে কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য করা হয়েছে বলে জানান। পরে ৭ ডিসেম্বর চট্টগ্রামে ‘জন আকাঙ্ক্ষার’ একটি আঞ্চলিক কর্মশালায় যোগ দেন তিনি। এরপর জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে সমালোচনা করেন।

এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার দুপুরে দল থেকে পদত্যাগ করলেন সোলায়মান চৌধুরী। ‘জন আকাঙ্ক্ষায়’ যোগ দিচ্ছেন কিনা জানতে চাইলে বাংলা ট্রিবিউনকে সোলায়মান চৌধুরী বলেন, ‘এখনও এটা নিয়ে বলতে পারবো না। সময় হলে জানতে পারবেন।’

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে জামায়াত থেকে পদত্যাগ করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক। এরপর দল থেকে বহিষ্কার করা হয় মজিবুর রহমান মনজুকে। একইসঙ্গে সারাদেশের বিভিন্ন কমিটি থেকে কয়েকজন নেতা পদত্যাগ করেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এনায়েত উল্লাহ পাটোয়ারীও কিছুদিন আগে জামায়াত থেকে পদত্যাগ করেছেন বলে জানান ‘জন আকাঙ্ক্ষার’ একজন গুরুত্বপূর্ণ সদস্য।

/এসটিএস/এফএস/এমএমজে/
সম্পর্কিত
মুফতি আমির হামজাকে জামায়াতের এমপি প্রার্থী ঘোষণা
করিডর ও বন্দরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে না করেছি: জামায়াত আমির
নিজ জেলায় জামায়াত আমির, দিনব্যাপী কর্মসূচি
সর্বশেষ খবর
পুতিনকে ‘উন্মাদ’ বললেন ট্রাম্প
ইউক্রেনে রাশিয়ার সর্ববৃহৎ হামলাপুতিনকে ‘উন্মাদ’ বললেন ট্রাম্প
আজও সচিবালয়ে সমাবেশ করবেন কর্মচারীরা
আজও সচিবালয়ে সমাবেশ করবেন কর্মচারীরা
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আ.লীগ নেতা, এসিল্যান্ডের দুঃখ প্রকাশ
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আ.লীগ নেতা, এসিল্যান্ডের দুঃখ প্রকাশ
যুবলীগ নেতা ডাবলু রিমান্ডে
যুবলীগ নেতা ডাবলু রিমান্ডে
সর্বাধিক পঠিত
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
সরকারি চাকরি অধ্যাদেশ জারি
সরকারি চাকরি অধ্যাদেশ জারি
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র
বিক্ষোভে উত্তাল সচিবালয়
বিক্ষোভে উত্তাল সচিবালয়