X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘পরাজিত হতে না চাওয়াটা সরকারের অগণতান্ত্রিক মনোভাবের পরিচয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২০, ১৯:২৬আপডেট : ০৬ মার্চ ২০২০, ২০:০৫

নির্বাচনি প্রচারণায় শেখ রবিউল আলম রবি ‘ঢাকা-১০ সংসদীয় আসনে উপনির্বাচনে সরকার পরাজিত হতে চায় না। এই পরাজিত হতে না চাওয়াটাই একটা অগণতন্ত্রিক মনোভাবের পরিচয়।’ এই মন্তব্য করেছেন ঢাকা-১০ আসনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবি। তিনি বলেন, ‘সরকার ভালো করেই জানে, জনগণ যদি কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে এবং সেই ভোট যদি সঠিকভাবে গণনা করা যায়, তবে সরকারের ভরাডুবি হবে।’

নির্বাচনি প্রচারণার ষষ্ঠদিন শুক্রবার (৬ মার্চ) বিকালে রাজধানীর সোবহানবাগে এক পথসভায় এসব কথা বলেন শেখ রবি। এর আগে তিনি সোবহানবাগ, ধানমন্ডি-৩২ নম্বর, আবাহনী মাঠসহ বৃহত্তর ধানমন্ডি এলাকায় ব্যাপক গণসংযোগ চালান। পরে ধানমন্ডিতে মেডিনোভার সামনে গিয়ে দিনের প্রচারণা শেষ করেন ধানের শীষের এই প্রার্থী।

শেখ রবির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, শুক্রবার সকালে ধানমন্ডির তাকওয়া মসজিদ এলাকায় প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে মতবিনিময়কালে ধানের শীষে ভোট চান শেখ রবি। ওই সময় তিনি বলেন, ‘আওয়ামী লীগ উন্নয়নের নামে সারাদেশে লুটপাট, দুর্নীতি আর দুঃশাসনের মহোৎসব চালাচ্ছে। তারা জনগণের ভোট নিজেরা দিয়ে এমপি-মন্ত্রী হচ্ছে। লুটপাটতন্ত্র কায়েম করে দেশের অর্থনীতিকে পঙ্গু বানিয়ে দিয়েছে। জনগণ এর বদলা নেবে। ধানের শীষে ভোট দিয়ে তারা আওয়ামী দুঃশাসনের অবসান ঘটাবে।’

নেতাকর্মীদের কেন্দ্রে অবস্থান করার বিষয়ে শেখ রবি বলেন, ‘এটা কোনও রাজনৈতিক দলের দায়িত্ব নয়। এটা নির্বাচনি ব্যবস্থার পরিপন্থী। এতে করে বিশৃঙ্খলা হবে, প্রাণহানি ঘটবে। এর দায় কে নেবে?’

অতীতের নির্বাচনগুলোর মতো ঢাকা-১০ আসনেও সরকার দলের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করতে পারে এমন আশঙ্কার কথা জানান শেখ রবিউল। তিনি বলেন, ‘এবারও যদি জনগণ কেন্দ্রে গিয়ে ভোট দিতে না পারে, তবে সরকারকে এর মূল্য দিতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে আমি সর্বোচ্চ প্রতিরোধ গড়বো।’

শেখ রবির সঙ্গে নির্বাচনি প্রচারণায় অংশ নেন—ধানমন্ডি থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাবিরুল হায়দার চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদত শাহাদাৎ হোসেন সৈকত, শ্রমিক দলের সভাপতি আবু কাওছারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে