X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মোদির আগমনকে স্বাগত জানাবে জাপা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২০, ১৫:১৬আপডেট : ০৮ মার্চ ২০২০, ১৫:২৩

জাতীয় পার্টি মুজিববর্ষ উপলক্ষে বছরব্যাপী সরকার নির্ধারিত কর্মসূচিকে স্বাগত জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার সফরসঙ্গীদেরও দলটির পক্ষ থেকে স্বাগত জানানো হবে। রবিবার (৮ মার্চ) দলটির প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যেক জাতির সামনে একজন আদর্শ নেতার প্রয়োজন; যার কর্মময় জীবন জাতিকে সঠিক দিক নির্দেশনা দিতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন দিকগুলো থেকে নতুন প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারে। বঙ্গবন্ধু কোনও দলের একক সম্পদ নয়; তিনি দলমত নির্বিশেষে পুরো বাঙালি জাতির সম্পদ। তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে তার মতো নেতৃত্ব কেউ কখনও দিতে পারেনি।

এতে বলা হয়, বাঙালি জাতির জন্য সবচেয়ে বড় অর্জন স্বাধীন দেশের অভ্যুদয়। এ অর্জনে প্রতিবেশী ভারতের জনগণ ও সরকার সর্বাত্মক সহযোগিতা দিয়েছে। এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে, নিরাপত্তা দিয়েছে, আহার-বাসস্থানের ব্যবস্থা করেছে। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সামরিক প্রশিক্ষণ ও সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমাদের দেশ ও জাতির ভারতীয় জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানানো কর্তব্য। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার সব সফরসঙ্গীদের আমরা স্বাগতম জানাবো। মুজিববর্ষ উপলক্ষ্যে মোদির আগমন ঘটলে আমরা আনন্দিত হবো। তার সফর বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মধুর ও বেগবান করতে বলিষ্ঠ ভূমিকা রাখবে। এর মাধ্যমে দুদেশের মধ্যকার অমীমাংসিত বিষয়গুলোর দ্রুত সমাধান সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি।

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ