X
সোমবার, ২৬ মে ২০২৫
১২ জ্যৈষ্ঠ ১৪৩২

বঙ্গবন্ধু চির অমর, অবিনশ্বর: নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২০, ১৫:১৪আপডেট : ১৭ মার্চ ২০২০, ১৫:২৭

বঙ্গবন্ধু চির অমর, অবিনশ্বর: নাসিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন এদেশের জনগণের, এ জাতির এবং এ দেশের। তিনি আজীবন শুধু জনগণের কথা ভেবেছেন, দেশ ও জাতির মঙ্গলের জন্য কাজ করেছেন। তাই বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধু হাজার হাজার  বছর নয় চিরকাল থাকবেন। তিনি চির অমর, অবিনশ্বর।

মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর আজিমপুর এতিমখানায় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটি আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অসহায়, এতিম, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে খাদ্য, বস্তু ও করোনা ভাইরাস প্রতিরোধের সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি।

নাসিম বলেন, ‘বঙ্গবন্ধু কখনও নিজের ভালোমন্দ দেখেননি, পরিবারের কথা চিন্তা করেননি। তেমনি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাও নিজের ভালো-মন্দ দেখেন না, জনগণের জন্যই তিনি সবকিছু করে থাকেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কর্মসূচি বিশাল আয়োজনে ছিল। জনগণের কথা মাথায় রেখে তিনি তা সংক্ষিপ্ত করেছেন। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করবে সেই কথা মাথায় রেখেই, করোনা ভাইরাসের কারণে অনুষ্ঠান করেননি। শেখ হাসিনা ও শেখ রেহানা নিজেই এই সিদ্ধান্ত  দিয়েছেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ছোট পরিসরে চলবে। কোনও নেতা, কোনও প্রধানমন্ত্রী  এত বড় সিদ্ধান্ত নিতে পারবে না, যেটা শেখ হাসিনা নিয়েছেন। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’ 

১৪ দলের মুখপাত্র বলেন, ‘করোনা ভাইরাস প্রতিরোধ করার জন্য বিশাল উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অতীতেও ডেঙ্গুর বিরুদ্ধে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছিলেন। করোনা ভাইরাসের মতো এত প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন।আজ সারাদুনিয়া করোনা আক্রান্ত হয়েছে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে এই ভাইরাসের প্রাদুর্ভাবকে আমরা প্রতিরোধ করতে পারছি এবং পারবো। প্রধানমন্ত্রীর জন্যই সবকিছু  সম্ভব হয়েছে।’

বিএনপি-জামায়াতের উদ্দেশে নাসিম বলেন, ‘চিরদিনই তারা ভুল রাজনীতি করেছে। এই চক্রটি এখন করোনাকে নিয়ে রাজনীতি করছে। কিন্তু তাদেরকে আমি বলতে চাই, আপনারা ভুলের পথে আছেন। শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনা প্রতিরোধে সফল হবো।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু জন্ম গ্রহণ না করলে কোনোদিনও আমরা স্বাধীন হতে পারতাম না। আমরা কেউ স্বাধীনতাভাবে চলতে পারতাম না। কিন্তু দুঃখ লাগে একটি দল আছে, দেশে একটি গোষ্ঠী আছে, কোনোদিনও তারা বঙ্গবন্ধুকে মানতে চায় না। কিন্তু যে মহান নেতা সৃষ্টি না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। সেই নেতাকে শ্রদ্ধা জানাতে এত কুণ্ঠিত কেন? বিএনপি-জামায়াত গোষ্ঠীর বিরুোধিতা দেখে আমি কুণ্ঠিত হয়ে যাই, আমি বিস্মিত হয়ে যাই।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির চেয়ারম্যান এ কে এম রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি। এসময় উপস্থিত ছিলেন— আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহামুদ স্বপন, আফজাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কার্যনিবাহী সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, প্রকৌশলী মো. মোজাফফর হোসেনসহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

 

 

 

/এমএইচবি/এপিএইচ/
সম্পর্কিত
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আ.লীগ নেতা, এসিল্যান্ডের দুঃখ প্রকাশ
গ্রেফতার আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলো এলাকাবাসী
আ.লীগ-ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে থানায় দিলো ছাত্রদল-যুবদল
সর্বশেষ খবর
পুতিনকে ‘উন্মাদ’ বললেন ট্রাম্প
ইউক্রেনে রাশিয়ার সর্ববৃহৎ হামলাপুতিনকে ‘উন্মাদ’ বললেন ট্রাম্প
আজও সচিবালয়ে সমাবেশ করবেন কর্মচারীরা
আজও সচিবালয়ে সমাবেশ করবেন কর্মচারীরা
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আ.লীগ নেতা, এসিল্যান্ডের দুঃখ প্রকাশ
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আ.লীগ নেতা, এসিল্যান্ডের দুঃখ প্রকাশ
যুবলীগ নেতা ডাবলু রিমান্ডে
যুবলীগ নেতা ডাবলু রিমান্ডে
সর্বাধিক পঠিত
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
সরকারি চাকরি অধ্যাদেশ জারি
সরকারি চাকরি অধ্যাদেশ জারি
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র
বিক্ষোভে উত্তাল সচিবালয়
বিক্ষোভে উত্তাল সচিবালয়