X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

করোনা দুর্যোগে চিকিৎসকরা ‘জাতীয় বীরের’ মর্যাদা প্রাপ্য: রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২০, ১৮:৩১আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ১৯:০৫

আসম আব্দুর রব করোনাভাইরাসের দুর্যোগে যুদ্ধের সামনের ভাগে নিয়োজিত চিকিৎসকরা ‘জাতীয় বীরের’ মর্যাদা প্রাপ্য বলে মন্তব্য করেছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকালে এক বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে রব ও দলের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন তালুকদার বলেন, ‘করোনা যুদ্ধের সম্মুখ ভাগে আছেন চিকিৎসক ও চিকিৎসা সংশ্লিষ্ট সব পেশার জনগণ।  দুর্যোগকালীন এই মুহূর্তে এদের মনোবল সমুন্নত রাখতে হবে। মুষ্টিমেয় কয়েকজন চিকিৎসকের ভুল বা অন্যায়ের জন্য পুরো চিকিৎসক সম্প্রদায়কে দায়ী করে, তাদের হতাশার গভীর খাদে ফেলে দেওয়া যাবে না। কারও কারও শাস্তি বা বরখাস্তের খড়গ জাতীয়ভাবে প্রচার করা এই সম্মুখ যোদ্ধাদের মনোবল ভেঙে দেওয়ার শামিল।’

তারা আরও বলেন, ‘একইভাবে বিদেশ থেকে চিকিৎসক আনার মতো কাল্পনিক আর হাস্যকর উদ্যোগের হুমকি দিয়ে তাদের হতাশ আর সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেওয়াটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। এটা কোনোভাবেই কাম্য নয়। আমাদের উচিত যথাযথ সুরক্ষার ব্যবস্থা করে বৃহত্তর চিকিৎসক সমাজকে জাতির এই দুর্যোগে একাত্ম করা এবং জাতীয়ভাবে তাদের উৎসাহিত করা।’

করোনাভাইরাস সৃষ্ট মহামারির কারণে দেশ-জাতি এক অকল্পনীয় দুর্যোগের সম্মুখীন বলে দাবি করে জেএসডির এই শীর্ষ দুই নেতা বলেন, ‘এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সরকারের একক প্রয়াস কখনও ফলপ্রসূ হবে না। এর জন্য প্রয়োজন সমাজের সব শ্রেণি, পেশা আর কর্মে নিয়োজিতদের সমন্বিত অংশগ্রহণ। এই উদ্যোগ নেওয়ার দায়িত্ব একান্তভাবে সরকারের।’

করোনাভাইরাস জনস্বাস্থ্য সম্পর্কিত বলে উল্লেখ করে রব ও ছানোয়ার বলেন, ‘সবার আগে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসকদের পেশাগত সংগঠন (বিএমএ) এবং এ জাতীয় সবার প্রতিনিধিত্বশীল অংশগ্রহণের জন্য অনতিবিলম্বে জাতীয় প্ল্যাটফর্ম তৈরি করা হোক। জাতীয় নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের মতামত, অবদান আর কারিগরি জ্ঞানকে সম্পৃক্ত করা না গেলে করোনা মহামারির বিরুদ্ধে আমাদের চলমান যুদ্ধে আমরা জয়ী হতে পারবো না।’

/এএইচআর/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৈষ্যমবিরোধী আন্দোলনে শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ার অভিযোগ
বৈষ্যমবিরোধী আন্দোলনে শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ার অভিযোগ
কুষ্টিয়াসহ তিন জেলায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-মাথার খুলিসহ গ্রেফতার ৪
কুষ্টিয়াসহ তিন জেলায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-মাথার খুলিসহ গ্রেফতার ৪
শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন এনসিপি নেত্রী সামান্থা
শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন এনসিপি নেত্রী সামান্থা
মাস্কের নতুন রাজনৈতিক দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প
মাস্কের নতুন রাজনৈতিক দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে