X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

সরকার সবাইকে নিয়ে করোনা পরিস্থিতি মোকাবিলা করবে: জন্মদিনে ড. কামাল

সালমান তারেক শাকিল
২০ এপ্রিল ২০২০, ১৯:২২আপডেট : ২০ এপ্রিল ২০২০, ২০:০৯

 

ড. কামাল হোসেন

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে রাজধানীর বেইলি রোডে নিজের বাড়িতেই অবস্থান করছেন ড. কামাল হোসেন। সোমবার (২০ এপ্রিল) খ্যাতিমান এই আইনজ্ঞের ৮৩তম জন্মদিন। করোনাজনিত বাস্তবতায় জীবনসঙ্গী ড. হামিদা হোসেনের সঙ্গে ঘরেই আছেন দেশের প্রবীণ এই রাজনীতিক। বিশেষ এই সময়ে আসা নিজের জন্মদিনে সকাল থেকেই কুশল ও শুভেচ্ছা বিনিময় করছেন। এদিন বিকালে বাংলা ট্রিবিউনকে জানালেন জন্মদিনে তার প্রত্যাশার কথা। কামাল হোসেন বলেন, ‘কতদিন ঘরে বসে সময় কাটাতে হবে, এর তো কোনও নিশ্চয়তা নেই। এই অনিশ্চয়তা থেকে যেন মুক্ত হতে পারি দ্রুত, এই কামনা করি।’

কামাল হোসেনের প্রত্যাশা, ‘করোনাভাইরাস সরকার ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে মোকাবিলা করবে।’

গণফোরামের সভাপতি কামাল হোসেন জানান, ১৯৩৭ সালে ব্রিটিশ ভারতের কলকাতায় তার জন্ম। শহরের চৌরঙ্গী রোডের একটি বাড়িতে তখন পিতা ডাক্তার আহমাদ হোসেন আর মা হোসনে আরা বেগমের সংসারে আলো হয়ে আসেন তিনি।

কামাল হোসেনের ভাষ্য, ১২ বছর বয়সে ভারত-পাকিস্তান বিভক্তির পর ১৯৪৯ সালে সপরিবারে বাংলাদেশে চলে আসেন তারা। ১৯৫৯ সালের ১৬ জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের হাইকোর্টে আইন পেশায় প্র্যাকটিস শুরু করেন। ১৯৬১-৬২ থেকে ৬৭-৬৮ পর্যন্ত শিক্ষকতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। লন্ডনের অক্সফোর্ডের অলসোলস কলেজে দুই বছর এবং নাফিল কলেজে দুই বছর শিক্ষকতা করেছেন তিনি। আদালতে মামলার কার্যক্রমকে সামনে রেখে ১৯৬০-৬১ সালের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংস্পর্শে আসা শুরু হয় তার। মুক্তিযুদ্ধের সময় ড. কামাল পাকিস্তানের হরিপুর জেলে ছিলেন। ওই সময় বঙ্গবন্ধু পাকিস্তানের মিয়াওয়ালি জেলে ছিলেন। পরে জাতির পিতার মন্ত্রিপরিষদের সদস্য হয়েছেন কামাল হোসেন।

সংবিধান বিশেষজ্ঞ কামাল হোসেন বলেন, ‘জন্মদিন উপলক্ষে সোমবার রাজনৈতিক নেতা, শুভানুধ্যায়ী আর বন্ধু-বান্ধবদের সঙ্গে ফোনেই শুভেচ্ছা বিনিময় হয়েছে।’

করোনাভাইরাসের এই পরিস্থিতি নিয়ে কামাল হোসেন বলেন, ‘সরকার সবাইকে নিয়ে এটা মোকাবিলা করবে, এটাই চাই।  এটা তো জাতীয় চ্যালেঞ্জ।’

ত্রাণ বিতরণ নিয়ে যে অভিযোগ ও ঘটনা ঘটছে, এ সম্পর্কে প্রবীণ এই রাজনীতিক বলেন, ‘সবাইকে ইনভলব করলে সমালোচনার সুযোগ কমবে।’

করোনাভাইরাসের কারণে কামাল হোসেন প্রতিষ্ঠিত গণফোরাম কোনও আয়োজন করতে পারেনি। দলটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, তার দলের সভাপতি হিসেবেই নয়, কামাল হোসেন আন্তর্জাতিকভাবে বিজ্ঞ একজন মানুষ। আর  সোমবার তাকে তার ৮৩তম জন্মদিনে জানিয়েছেন শুভেচ্ছা।

রেজা কিবরিয়া বলেন, ‘স্যার তো নিজের ব্যাপারে কথা শুনতে অপারগ। তবুও আমরা তাকে বলি, তিনি কেবল দল বা কোনও রাজনৈতিক দলের নেতাই নন, জাতির জন্য স্মরণীয় একজন মানুষ।’

রেজা কিবরিয়া আরও  বলেন, ‘ড. কামাল হোসেন বাংলাদেশের জন্য নিজের অবস্থানের সর্বোচ্চ ত্যাগ করেছেন। বিনা বেতনে কাজ করেছেন। ১৯৭৩ সালে বাংলাদেশের খনিজসম্পদের মালিকানা নামেমাত্র মূল্যে রক্ষা করেছেন দক্ষতার সঙ্গে। বহুজাতিক কোম্পানিগুলোর মামলায় নিজের দেশকে সবসময় জিতিয়ে এনেছেন কামাল হোসেন। এত বছর ধরে এই মানুষটি পাবলিক সার্ভিস দিয়েছেন। দেশ ও দেশের মানুষের জন্য কাজ করেছেন। তাকে শুভেচ্ছা জানাই।’

 

/এসটিএস/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
ডু প্লেসি ঝড়ে গুজরাটকে পাত্তা দিলো না বেঙ্গালুরু
ডু প্লেসি ঝড়ে গুজরাটকে পাত্তা দিলো না বেঙ্গালুরু
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে