X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

ব্যর্থ সরকার করোনা থেকে মানুষকে বাঁচাতে কাজ করেনি: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২০, ১৩:৫৮আপডেট : ০৩ জুন ২০২০, ২৩:২৭

বক্তব্য দিচ্ছেন রুহুল কবির রিজভী বর্তমান সরকার দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘এই সরকারের প্রতি জনগণের ম্যান্ডেট নেই। তাই এই ব্যর্থ সরকার করোনা থেকে মানুষকে বাঁচাতে কোনও কাজ করেনি। নিজেদের নেতাকর্মী ও শাসকগোষ্ঠীর পকেট ভারি করা, ফুলিয়ে-ফাঁপিয়ে বড় করাই তাদের মূল লক্ষ্য।’

বুধবার (৩ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণের সময় এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী সামাজিক সংস্থা-জাসাসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সরকারি হাসপাতাল ২০-৩০ শতাংশের বেশি রোগীর জায়গা দিতে পারছে না অভিযোগ করে রিজভী এ সময় বলেন, ‘ঢাকার বাইরে মানুষ চিকিৎসা পাচ্ছে না। কেউ করোনা ছাড়া হৃদরোগ, শ্বাসকষ্ট বা অন্যান্য রোগে আক্রান্ত হলে হাসপাতালে সিট পাচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আগে করোনা টেস্ট করুন। করোনা টেস্ট করতে ১২ থেকে ২৪ ঘণ্টা সময় লাগে। অনেক জায়গায় চার দিনও লেগে যায়। তাই অনেক রোগী অ্যাম্বুলেন্সের মধ্যেই মারা যাচ্ছেন।’

রিজভী বলেন, ‘কেউ সরকারের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিলে তাকে রাতের অন্ধকারে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে আসে। আর ব্যাংকের লোককে গুলি করে, হত্যার হুমকি দিয়ে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে শিকদার গ্রুপের দুই ভাই বিদেশে চলে গেলো। মেডিক্যাল ভিসা দিলো কী করে? তাদের নামে মামলা হয়েছে। পুলিশ সেখানে কিছুই করেনি। তার মানে শাসকগোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত অপরাধীদের নানাভাবে রেহাই দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে চলছে দেশে। অরাজকতা চলছে, মার্শাল ল চলছে। এভাবে চলতে পারে না।’

এ সময় উপস্থিত ছিলেন জাসাসের সহ-সভাপতি আহসান উল্লাহ চৌধুরী, শাহরিয়ার ইসলাম শায়লা, ডাক্তার আরিফ, জাহাঙ্গীর আলম রিপন, ফেরদৌস ফকির, সিনিয়র যুগ্ম মহাসচিব জাকির হোসেন রোকন প্রমুখ।

 

/এএইচআর/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সাবেক যুবদল নেতার বাড়িতে পুলিশের অভিযান, পাশের জমিতে মিললো লাশ
বিএনপিকে সংস্কারবিরোধী বলা পরিকল্পিত অপপ্রচার: মির্জা ফখরুল
যেসব সংস্কারে একমত বিএনপি, জানালেন মির্জা ফখরুল
সর্বশেষ খবর
শ্রমিকদের মামলার তথ্য আড়াল করে নোভার্টিসের শেয়ার হস্তান্তরের চেষ্টা
শ্রমিকদের মামলার তথ্য আড়াল করে নোভার্টিসের শেয়ার হস্তান্তরের চেষ্টা
ব্রাজিলে শুরু ব্রিকস শীর্ষ সম্মেলন, অনুপস্থিত পুতিন ও শি
ব্রাজিলে শুরু ব্রিকস শীর্ষ সম্মেলন, অনুপস্থিত পুতিন ও শি
চতুর্থ সন্তানের বাবা হলেন নেইমার
চতুর্থ সন্তানের বাবা হলেন নেইমার
ভ্যানে বাসের ধাক্কায় প্রাণ গেলো দুই জনের
ভ্যানে বাসের ধাক্কায় প্রাণ গেলো দুই জনের
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল