X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

অতিধনীদের কাছ থেকে ৫ লাখ কোটি টাকা আদায়ের দাবি জাসদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২০, ২১:৩৬আপডেট : ১১ জুন ২০২০, ২১:৩৮

জাসদ প্রস্তাবিত বাজেটে করপোরেট ট্যাক্স কমানো ও কালো টাকা সাদা করার প্রস্তাবের সমালোচনা করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার। প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায়  তারা বলেছেন, ‘‘বাংলাদেশ ‘সুপার রিচ’ বা অতিধনীদের দেশে পরিণত হয়েছে। দেশে পাঁচ লাখ ব্যক্তি আছে, যারা এক কোটি টাকা ব্যক্তিগত আয়কর দিতে পারেন কিন্তু দেন না। এই পাঁচ লাখ ‘সুপার রিচ’ বা অতিধনীদের তালিকা করে তাদের কাছ থেকে পাঁচ লাখ কোটি টাকা ট্যাক্স আদায়ের কঠিন পদক্ষেপ নিতে হবে। তাহলে বাজেট বাস্তবায়নে অভ্যন্তরীণ ব্যাংক ঋণের ওপরে নির্ভরশীলতা কমে যাবে।’’

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় পাঠানো বাজেট প্রতিক্রিয়ায় হাসানুল হক ইনু ও শিরীন আখতার এসব দাবি জানান।

জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জাসদের দুই শীর্ষ নেতা বলেন, ‘সবাই আশা করেছিল, বৈশ্বিক মহামারি ও জাতীয় বিপর্যয়ের মধ্যে এবারের বাজেট গতানুগতিকতার বাইরে নতুন দিক উন্মোচনকারী বাজেট হবে। সর্বজনীন স্বাস্থ্যসেবা ও সর্বজনীন সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য ধারাবাহিক প্রচেষ্টার শুরু এবারের বাজেট থেকেই হওয়া উচিত ছিল। বাজেটে স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, কৃষি, খাদ্য, শিক্ষা ও গবেষণা খাতে বরাদ্দ কিছু বাড়ানোর প্রস্তাব দেওয়া হলেও তা খুবই সামান্য।’

তারা আরও  বলেন, ‘স্বাস্থ্যসেবা খাত ও সামাজিক সুরক্ষা খাতে যতটুকু বরাদ্দ বেড়েছে, সেটাও অগ্রাধিকার ভিত্তিতে কীভাবে ব্যয় হবে তা পরিষ্কার নয়। নতুন করে যারা কর্মহীন ও আয়হীন হয়েছে বা হবে, তারা কীভাবে সামাজিক সুরক্ষা খাতে অন্তর্ভুক্ত হবেন— সেটাও পরিষ্কার না। শহর থেকে দুই কোটি মানুষ গ্রামে ফিরে যাবার যে আশঙ্কা তৈরি হয়েছে, তাদের কর্মসংস্থানসহ গ্রামীণ অর্থনীতিকে সচল রাখার জন্য পল্লি উন্নয়ন খাতে বরাদ্দ বাড়ানোর বদলে কমানো হয়েছে। তাই এককথায় বলা যায়, বাজেট প্রস্তাব গতানুগতিকতার গণ্ডিতে আটকে আছে।’

বাজেট বাস্তবায়নে সক্ষমতা এবং ভয়ঙ্কর দুর্নীতি দূর করে সুশাসন নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন জাসদের এই  দুই শীর্ষ নেতা। তারা করোনা জরুরি তহবিলে ১০ হাজার কোটি টাকা, ওষুধসহ চিকিৎসা সামগ্রীর ওপর ট্যাক্স কমানো, বিলাস দ্রব্যের ওপর ট্যাক্স বাড়ানোকে স্বাগত জানান।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
চূড়ান্ত বাজেটে তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
চলতি অর্থবছরের সম্পূরক বাজেট পাস
জিডিপির অনুপাতে বাজেটের আকার অনেক ছোট: মির্জ্জা আজিজ
সর্বশেষ খবর
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের