X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

স্বীকৃতির জন্য নির্বাচন কমিশনে এলডিপির আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২২, ১৩:৫৫আপডেট : ১৮ মে ২০২২, ১৪:১৯

নেতাকর্মীদের রাজনৈতিক আদর্শের প্রতি সম্মান ও মর্যাদা রেখে স্বমর্যাদায় স্বীকৃতি দিতে নির্বাচন কমিশনের প্রতি জোর আহ্বান জানিয়েছে আবদুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিম নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

বুধবার (১৮ মে) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে এ বিষয়ে চিঠি পৌঁছে দেওয়া হয়। এ দিন দুপুর ১টার দিকে দলের (একাংশের) মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বরাবর চিঠিতে উল্লেখ করা হয়, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত একটি রাজনৈতিক দল। আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দলের চেয়ারম্যান কর্নেল অব. অলি আহমদের নেতৃত্বে অনাস্থা জানিয়ে ২০১৯ সালের ১৮ নভেম্বর সাত সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করে এলডিপি। সাবেক সংসদ সদস্য আবদুল করিম আব্বাসীর নেতৃত্বে এ আহ্বায়ক কমিটি গঠিত হয়।

সচিব বরাবর চিঠিতে উল্লেখ করা হয়, এলডিপি যথারীতি নিয়মিত রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। দলের মূল স্রোত এবং নেতাকর্মী-অনুসারীরা আব্বাসী ও সেলিমের নেতৃত্বে ঐক্যবদ্ধ। এ অবস্থায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির মূল অংশ হিসেবে আমাদের সঙ্গে যাবতীয় কার্যক্রম পরিচালনা করার অনুরোধ জানাই। একইসঙ্গে নেতাকর্মীদের রাজনৈতিক আদর্শের প্রতি সম্মান ও মর্যাদা রেখে আবদুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিম নেতৃত্বাধীন এলডিপিকে স্বমর্যাদায় স্বীকৃতি দেওয়ার জোর আহ্বান জানাই।

শাহাদাত হোসেন সেলিম গণমাধ্যমে বলেন, ‘আমরা আজ চিঠি পৌঁছে দিয়েছি। নির্বাচন কমিশন সংক্রান্ত সব পত্রালাপ ও যোগাযোগ আমাদের সঙ্গে করার জন্য কমিশনকে বিশেষভাবে অনুরোধ করেছি। আমরা আশা করছি, কমিশন এখন আমন্ত্রণ জানিয়ে আমাদের কথা শুনবে।’

 

 

/এসটিএস/আরকে/আইএ/
সম্পর্কিত
সব দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়: এলডিপি মহাসচিব
খালেদা জিয়ার সঙ্গে অলি আহমদের সাক্ষাৎ 
রানা প্লাজার পর বাইডেন-উপদেষ্টাকাণ্ডে আলোচনায় আসেনএলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা হাসান সারওয়ার্দী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে