X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২
রানা প্লাজার পর বাইডেন-উপদেষ্টাকাণ্ডে আলোচনায় আসেন

এলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা হাসান সারওয়ার্দী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২৫, ১২:৫৬আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১২:৫৬

লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) যোগ দিয়েছেন আলোচিত সাবেক সেনা কর্মকর্তা লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী। তার নেতৃত্বে সাবেক সামরিক কর্মকর্তা-আমলাসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ’ ব্যক্তি এলডিপিতে যোগ দিয়েছেন।

শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের মাধ্যমে এলডিপিতে যোগ দেন চৌধুরী হাসান সারওয়ার্দী। এ সময় এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম (অব.) তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এলডিপি মহাসচিব সাবেক মন্ত্রী ও এমপি ড. রেদোয়ান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্নেল অলি আহমদ বীর বিক্রম (অব.)।

চৌধুরী হাসান সারওয়ার্দী রানা প্লাজা দুর্ঘটনার সময় আলোচনায় আসেন। এরপর তিনি বিগত আওয়ামী লীগের ঘনিষ্ঠ হন। ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির নয়া পল্টনের কেন্দ্রিয় কার্যালয়ে কথিত বাইডেন-উপদেষ্টাকাণ্ডে আবারও আলোচনায় আসেন।

ওই দিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া আরেফিকে নিয়ে নয়া পল্টনে যান হাসান সারওয়ার্দী। পরে ৩১ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ‘ছাড়া হবে না, গ্রেফতার করা হবে’ এমন বক্তব্যের পর গ্রেফতার করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। এরপর ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতন হলে তিনি নতুন দল গঠনের কথাও মিডিয়াতে বলেন।

এলডিপি জানায়, লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীর বাড়ি চট্টগ্রাম জেলায়। তিনি জাতীয় প্রতিরক্ষা কলেজের সাবেক কমান্ড্যান্ট ছিলেন। আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রাইন কমান্ডের (এআরটিডিওসি) জিওসি হিসেবেও দায়িত্ব পালন করেন। সাভারে রানা প্লাজার উদ্ধার অভিযান পরিচালনায় সময় সারা দেশে ব্যাপক পরিচিতি পান চৌধুরী হাসান সারওয়ার্দী। দায়িত্ব পালন করেছেন পদাতিক ডিভিশনসহ সেনাসদরের নানা গুরুত্বপূর্ণ পদে। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমির ব্যাটালিয়ন কমান্ডার, বাংলাদেশ রাইফেলসের পরিচালক অপারেশন ও বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক গোয়েন্দা পরিদফতরে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
শেখ মুজিবের ছবি সরানো হোক: অলি আহমদ
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক
প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে যাচ্ছে না এলডিপি
সর্বশেষ খবর
সিলেট হয়ে ঢাকায় ফিরবেন খালেদা জিয়া, নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ
সিলেট হয়ে ঢাকায় ফিরবেন খালেদা জিয়া, নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
আবার আবরারের সেঞ্চুরি, বাংলাদেশের হ্যাটট্রিক জয়
আবার আবরারের সেঞ্চুরি, বাংলাদেশের হ্যাটট্রিক জয়
আর্চারি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যেতে চায় বাংলাদেশ
আর্চারি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যেতে চায় বাংলাদেশ
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার