X
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
১৫ আশ্বিন ১৪৩০

‘এবি পার্টি বহু পথের নাগরিকদের ঐক্যবদ্ধ করার চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে’

কুমিল্লা প্রতিনিধি
০৫ আগস্ট ২০২২, ২২:৪১আপডেট : ০৫ আগস্ট ২০২২, ২২:৪১

সংগঠক সমাবেশ করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টির কুমিল্লা জেলা শাখা। শুক্রবার (৫ আগস্ট) বিকাল ৪টায় কুমিল্লা মহানগরের আলেখার চরের একটি মিলনায়তনে এই সমাবেশে সভাপতিত্ব করেন দলের সহকারী সদস্য সচিব মিয়া মোহাম্মদ তৌফিক।

সাবেক ছাত্রনেতা সফিউল বাসারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির আহ্বায়ক, সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মন্জু ও যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া। পার্টির সহকারী সদস্য সচিব সাইফুল মির্জা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ এফ এম সোলায়মান চৌধুরী বলেন, এবি পার্টি বহুমত ও পথের নাগরিকদের ঐক্যবদ্ধ করার এক কঠিন চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে। রাজনৈতিক ও অরাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আমরা সংলাপ শুরু করেছি, ক্রমান্বয়ে সবার সঙ্গে আমরা বসবো। মানুষের মৌলিক সব পাওনা, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে সংঘবদ্ধ হওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি।

এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মন্জু বলেন, কেউ যদি সমাজতান্ত্রিক বা জাতীয়তাবাদী দল করে গরিবকে সাহায্য করে, মসজিদ মাদ্রাসায় দান করে তাহলে অবশ্যই সে আল্লাহর কাছে পুরস্কার পাবে। আবার কেউ যদি ধর্মীয় দল করে পাপ কাজে লিপ্ত হয় বা মানুষের ওপর জুলুম করে তাহলে সে অবশ্যই আল্লাহর কাছে শাস্তি পাবে।

সভাপতির বক্তব্যে মিয়া মোহাম্মদ তৌফিক কুমিল্লায় দলের বিস্তৃতির জন্য সংক্ষিপ্ত পরিকল্পনা উপস্থাপন করেন এবং সভায় উপস্থিত সংগঠকদের মতামতের ভিত্তিতে তিনি ৯টি উপজেলায় নতুন সমন্বয় টিম গঠনের ঘোষণা দেন।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতি বছর ২ কোটিরও বেশি মানুষ হৃদরোগে মারা যায়
প্রতি বছর ২ কোটিরও বেশি মানুষ হৃদরোগে মারা যায়
হাসিখুশি থাকাও হৃদরোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে
হাসিখুশি থাকাও হৃদরোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে
খালেদা জিয়ার বিরুদ্ধে কোনও দুর্নীতির মামলা নেই: মির্জা ফখরুল
খালেদা জিয়ার বিরুদ্ধে কোনও দুর্নীতির মামলা নেই: মির্জা ফখরুল
সোনার খনি ধসে জিম্বাবুয়েতে ৬ শ্রমিক নিহত, আটকা পড়েছেন অনেকে
সোনার খনি ধসে জিম্বাবুয়েতে ৬ শ্রমিক নিহত, আটকা পড়েছেন অনেকে
সর্বাধিক পঠিত
মেনেনডেজকে দিয়ে লবিস্ট গ্রুপ কি আরও কাজ করিয়েছিল?
মেনেনডেজকে দিয়ে লবিস্ট গ্রুপ কি আরও কাজ করিয়েছিল?
শর্ত মেনে বিদেশ যেতে ‘রাজি নন’ খালেদা জিয়া
শর্ত মেনে বিদেশ যেতে ‘রাজি নন’ খালেদা জিয়া
অচলের পথে মার্কিন সরকার
অচলের পথে মার্কিন সরকার
সাকিবের ইনজুরি নিয়ে নানা মন্তব্যে ক্ষুব্ধ মাশরাফি
সাকিবের ইনজুরি নিয়ে নানা মন্তব্যে ক্ষুব্ধ মাশরাফি
বিদেশ পালানোর সময় অনলাইন জুয়া চক্রের ‘মূলহোতা’ গ্রেফতার
বিদেশ পালানোর সময় অনলাইন জুয়া চক্রের ‘মূলহোতা’ গ্রেফতার