X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আশ্বাসে অবরোধ ছাড়লো ঢাকা কলেজ ছাত্রলীগ, যান চলাচল স্বাভাবিক

ঢাকা কলেজ প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২২, ০০:৫১আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ০১:০৪

দীর্ঘদিন ধরে আশ্বাসের পরও কমিটি না পেয়ে সায়েন্সল্যাব মোড় অবরোধ করে ঢাকা কলেজ ছাত্রলীগ। এ সময় রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অবরোধের কিছুক্ষণের মধ্যে ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত চার নেতার তিন জন ঘটনাস্থলে আসেন।

রবিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিমের আশ্বাসে অবরোধ ছাড়েন নেতাকর্মীরা।

বাহাউদ্দিন নাসিম উত্তেজিত ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘ছাত্রলীগের নতুন নেতৃত্ব এলে ঢাকা কলেজ ছাত্রলীগের কমিটি করা হবে।’ 

রোববার রাত ১১ টায় ঢাকা কলেজ ছাত্রলীগ কমিটির দাবিতে সাইন্সল্যাব মোড় অবরোধ করে অবস্থান নেয় ঢাকা কলেজের নেতাকর্মীরা। পরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এলে তাদের অবরুদ্ধ করে রাখেন নেতাকর্মীরা।

এ সময় ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা নাসিম ও নানকের গাড়ি অবরোধ করে। তখন নাসিম অবরোধকারীদের উদ্দেশে বলেন, ‘এটাই কি ছাত্রলীগ? রাস্তা বন্ধ করে ছাত্রলীগ?’ একপর্যায়ে তিনি বলেন, ‘নতুন নেতৃত্ব এলে ঢাকা কলেজের কমিটি হবে।’ এরপর ঢাকা কলেজে নেতাকর্মীরা রাস্তা থেকে চলে যান।

আশ্বাসে অবরোধ ছাড়লো ঢাকা কলেজ ছাত্রলীগ, যান চলাচল স্বাভাবিক

সায়েন্সল্যাবে মোড় অবরোধের ফলে নিউমার্কেট-মিরপুর, মিরপুর-শাহবাগ, ধানমন্ডি-শাহবাগ রোড়ে যানচলাচল বন্ধ ছিল। ঢাকা কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরা চলে যাওয়ার পর এখন যান চলাচল স্বাভাবিক হয়েছ।

ঢাকা কলেজ ছাত্রলীগের শীর্ষ পদপ্রত্যাশী ফুয়াদ হাসান বলেন, ‘দীর্ঘদিন ধরে ঢাকা কলেজ ছাত্রলীগের কমিটি দেওয়া হচ্ছে না। ছয় বছর আগে তিন মাসের জন্য একটি আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছিল। এরপর কমিটি দেবে দেবে করেও দেয়নি তারা।’

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন আগামী ৬ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন। এরপর আর সুযোগ নেই। আজ চট্টগ্রাম থেকে জয় ভাই আসার পর আমরা তার কাছে জানতে চেয়েছি, কমিটি দিচ্ছে না কেন? তিনি বললেন, দেওয়ার চেষ্টা করছেন।

/এসটিএস/এনএআর/
সম্পর্কিত
সৈয়দপুরে অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ, অফিসে ছাত্রলীগের তালা
‘চাঁদাবাজির টাকা’ ভাগ-বাঁটোয়ারা নিয়ে ছাত্রলীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের সংঘর্ষ
জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করায় মিষ্টি বিতরণ 
সর্বশেষ খবর
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
মৎস্য অবতরণ কেন্দ্র আধুনিকায়নে কাজ করবে জাইকা ও বিএফডিসি
মৎস্য অবতরণ কেন্দ্র আধুনিকায়নে কাজ করবে জাইকা ও বিএফডিসি
ট্রেনের ৪৫ হাজার টিকিট কিনতে দেড় কোটির বেশি হিট
ট্রেনের ৪৫ হাজার টিকিট কিনতে দেড় কোটির বেশি হিট
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের