X
রবিবার, ২৫ মে ২০২৫
১১ জ্যৈষ্ঠ ১৪৩২
গণতন্ত্র মঞ্চের বৈঠকে নেতারা

শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত গণতান্ত্রিক মূল্যবোধে আঘাত করেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৪ অক্টোবর ২০২৪, ১৮:৪৩আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১৯:১২

গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত সারা পৃথিবীর মানুষের গণতান্ত্রিক মূল্যবোধে আঘাত করেছে। তারা শুধু আশ্রয় দিয়েই ক্ষান্ত থাকেনি। সম্প্রতি তারা শেখ হাসিনার নামে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করেছে। যা ব্যবহার করে তিনি পৃথিবীর যেকোনও দেশে ভিসা আবেদন করতে পারবেন, ভ্রমণ করতে পারবেন। রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন।

সোমবার (১৪ অক্টোবর) নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের বৈঠকে নেতারা এসব মত দেন।

ভারত সরকার শেখ হাসিনার ট্রাভেল ডকুমেন্ট ইস্যু নিয়ে সরকারের অবস্থানের প্রতিক্রিয়া জানিয়ে মঞ্চের নেতারা বলেন, ‘গণহত্যার প্রধান আসামি শেখ হাসিনাকে ভারত সরকারের ট্রাভেল ডকুমেন্ট ইস্যু ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি, পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য জনগণের আকাঙ্ক্ষায় আঘাত করেছে।’

তারা বলেন, ‘শেখ হাসিনার মতো গণহত্যার অভিযোগে অভিযুক্ত, শতাধিক হত্যা মামলার আসামিকে এই বিশেষ সুবিধা প্রদান জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনা পরিপন্থি। শেখ হাসিনার ট্রাভেল ডকুমেন্ট ইস্যুর পরও ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য দেশের জনগণের আকাঙ্ক্ষায় আঘাত করেছে।’

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে নেতারা বলেন, ‘সরকারকে অবিলম্বে গণহত্যাকারী হাসিনাকে আশ্রয় এবং ট্রাভেল ডকুমেন্ট ইস্যুর ব্যাপারে ভারতের কাছে আনুষ্ঠানিক জবাব চাইতে হবে। একইসঙ্গে শেখ হাসিনা এবং ভারতসহ বিভিন্ন দেশে পালিয়ে যাওয়া স্বৈরাচার সরকারের মন্ত্রী, এমপি, দোসরদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে।’

বৈঠকে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়াসহ গণতন্ত্র মঞ্চ কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের নেতারা।

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
গ্রেফতার আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলো এলাকাবাসী
আ.লীগ-ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে থানায় দিলো ছাত্রদল-যুবদল
শিগগির জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্রনেতার পদত্যাগ
সর্বশেষ খবর
সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারীসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারীসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সারা দেশে গ্রেফতার আরও ১৭৬৩
সারা দেশে গ্রেফতার আরও ১৭৬৩
এই মুহূর্তে দেশ ও বন্দর বাঁচানো সবচেয়ে গুরুত্বপূর্ণ: গয়েশ্বর
এই মুহূর্তে দেশ ও বন্দর বাঁচানো সবচেয়ে গুরুত্বপূর্ণ: গয়েশ্বর
জর্ডানগামী নারী দলে বিদ্রোহীদের সঙ্গে ৩ নতুন মুখ
জর্ডানগামী নারী দলে বিদ্রোহীদের সঙ্গে ৩ নতুন মুখ
সর্বাধিক পঠিত
সাংবাদিক সংকটে ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত
সাংবাদিক সংকটে ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
বিক্ষোভে উত্তাল সচিবালয়
বিক্ষোভে উত্তাল সচিবালয়
চার দিনের অবস্থানেও পল্লী বিদ্যুৎকর্মীদের সঙ্গে যোগাযোগ করেনি কেউ
চার দিনের অবস্থানেও পল্লী বিদ্যুৎকর্মীদের সঙ্গে যোগাযোগ করেনি কেউ
বিমানের প্রধান ফ্লাইট পার্সারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
বিমানের প্রধান ফ্লাইট পার্সারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ