X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

‘আ. লীগের প্রার্থীই ১৪ দলের প্রার্থী’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৭, ১৪:৩৭আপডেট : ১২ মার্চ ২০১৭, ১৫:১৭

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মোহাম্মদ নাসিম (ছবি-ফোকাস বাংলা)

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ও সুনামগঞ্জ- ২ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীই ১৪ দলের প্রার্থী। তাদের পক্ষে আওয়ামী লীগ ও ১৪ দল একসঙ্গে কাজ করবে বলে ঘোষণা দিয়েছেন জোটের সমন্বয়ক ও মুখপাত্র মোহাম্মদ নাসিম। রবিবার দুপুরে ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলীয় জোটের বৈঠক শেষে এ কথা জানান তিনি।

নাসিম বলেন, 'কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা ও সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে জয়া সেনগুপ্তকে বিজয়ী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। এ দুই প্রার্থীর পক্ষে প্রচারের জন্য ১৪ দলীয় জোটের নেতারা অংশ নেবেন।’

শনিবার (১১ মার্চ) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাসদের মহাসমাবেশে যোগদানকারী নরসিংদীর জাসদ কর্মীদের ওপর হামলায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, দুই একটি বিচ্ছিন্ন ঘটনায় আমাদের ঐক্য বিনষ্ট করা যাবে না।

‘আ. লীগের প্রার্থীই ১৪ দলের প্রার্থী’

২৫ মার্চ ‘জাতীয় গণহত্যা দিবস’ হিসেবে ঘোষণার প্রস্তাব জাতীয় সংসদে পাস করায় সরকারকে অভিনন্দন জানিয়ে ১৪ দলের মুখপাত্র নাসিম বলেন, এ দিবসটি জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিকভাবে পালনের স্বীকৃতি আদায়ে কাজ করতে সরকার ও পররাষ্ট্রমন্ত্রীকে দ্রুত উদ্যোগ গ্রহণ করতে আহ্বান জানাই।

এসময় তিনি জানান, আগামী ২৫ মার্চ ১৪ দলীয় জোট কেন্দ্রীয়ভাবে দিবসটি পালন করবে। এছাড়া জেলা ও উপজেলা পর‌্যায়েও এ দিবসটি পালন করা হবে।

এর আগে জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, বাসদের রেজাউর রশীদ খান, গণতন্ত্রী পার্টির শাহাদাত হোসেনসহ অন্য নেতারা।

 /পিএইচসি/এসটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
অননুমোদিত স্টিকারে ৩৬৩ গাড়িতে মামলা
অননুমোদিত স্টিকারে ৩৬৩ গাড়িতে মামলা
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
আ. লীগের সম্পাদকমণ্ডলীর সভা সোমবার
আ. লীগের সম্পাদকমণ্ডলীর সভা সোমবার
লেবু খেলে মিলবে এই ৫ উপকারিতা
লেবু খেলে মিলবে এই ৫ উপকারিতা
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি