X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

গাজীপুরের আজমতউল্লাহ খানকে সতর্ক করে ওবায়দুল কাদেরের ফোন

পাভেল হায়দার চৌধুরী
২৬ এপ্রিল ২০১৮, ২২:৫৬আপডেট : ২৭ এপ্রিল ২০১৮, ১৩:১২

 

বৃহস্পতিবার আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রেস ব্রিফিং গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের জয় নিশ্চিত চায় আওয়ামী লীগ। এজন্য স্থানীয় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল নিরসন করে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে গাজীপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি আজমতউল্লাহ খানকে মোবাইল ফোনে সতর্ক করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সিটি নির্বাচনে দলীয় প্রার্থী পরাজিত হলে শেখ হাসিনার সরকারের অর্জন ধ্বংস হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে বড় অর্জনের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের সম্পাদকমণ্ডলীর সভা থেকে তিনি এসব কথা বলেন। বৈঠকে উপস্থিত একাধিক নেতা বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

বৈঠকে থাকা একাধিক নেতা বলেন, ‘দলের সম্পাদকমণ্ডলী মনে করে, গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে আওয়ামী লীগ হেরে গেলে দলীয় নেতাকর্মীরা মনোবল হারিয়ে ফেলবেন। তারা মনোবল হারিয়ে ফেলে এর প্রভাব পড়তে আগামী জাতীয় নির্বাচনে। এ কারণে দলীয় প্রার্থীর জয়ের লক্ষ্যে যার যার অবস্থান থেকে স্থানীয় নেতাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।

সভায় বলা হয়েছে, গতবার গাজীপুর সিটি নির্বাচন দেখভালের জন্যে উত্তরায় যে নির্বাচনি কার্যালয় করা হয়েছিল, সেখানেই ক্ষতি হয়েছে। তাই এবার গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে বাইরে থেকে কাউকে না পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ওই দুই সিটির যেসব নেতা ঢাকায় থাকেন, কেবল তাদেরই নির্বাচনি প্রচারণায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায়।

সম্পাদকমণ্ডলীর সভায় উপস্থিত ছিলেন এমন একজন নেতা জানান, গাজীপুর থেকে অভিযোগ এসেছে, সেখানে মহানগর আওয়ামী লীগ সভাপতি আজমতউল্লাহ খান দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করছেন। এ অভিযোগের ভিত্তিতে আজমতউল্লাহ খানকে ফোন করে সতর্ক করে দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আজমতউল্লাহ খানকে তার ভূমিকার বিষয়ে দলীয় সভাপতি শেখ হাসিনাকে জানাবেন বলেও সতর্ক করে দেন। মোবাইল ফোনে ওবায়দুল কাদের বলেন, সিটি নির্বাচনে দলীয় প্রার্থী পরাজিত হলে শেখ হাসিনার সরকারের অর্জন ধ্বংস হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে বড় অর্জনের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এদিকে, গাজীপুর নির্বাচনের বিষয়ে ২৯ এপ্রিল রবিবার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গাজীপুরের নেতাদের সঙ্গে বৈঠকের দিন নির্ধারণ করা হয়েছে। গাজীপুর নির্বাচনে দলীয় প্রার্থী জাহাঙ্গীর আলমের কিছু ভুল রয়েছে বলেও বৈঠকে বলেন ওবায়দুল কাদের। তবে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে ত্রুটিগুলো সংশোধন করা সম্ভব বলেও মনে করেন দলের সাধারণ সম্পাদক।

বৈঠকে দলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘দলের একেকজন নেতা একেকজনের সমালোচনা করেন।’ এ ধরনের সমালোচনা বন্ধ করার প্রস্তাব তোলেন তিনি। তবে বিষয়টি নিয়ে অন্যরা কথা না বলায় আলোচনা বেশিদূর এগোয়নি বলেও জানা গেছে।

সভায় ওবায়দুল কাদেরের নেতৃত্বে ভারত সফর ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে সম্পাদকমণ্ডলীর সভাকে অভিনন্দন জানানোর প্রস্তাব করা হয়। সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রস্তাবটি উত্থাপন করলে অন্য সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন তা সমর্থন করেন।

ওবায়দুল কাদেরের সতর্কতামূলক মোবাইল ফোনের কথা স্বীকার করে আজমতউল্লাহ খান বলেন, ‘দলে কোনও কোন্দল নেই।’

/এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকটের সমাধানে ভূমিকা রাখতে পারে: পররাষ্ট্রমন্ত্রী
মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকটের সমাধানে ভূমিকা রাখতে পারে: পররাষ্ট্রমন্ত্রী
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে