X
রবিবার, ১১ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন করে ১৫ আগস্ট হত্যাকাণ্ডের মূল হোতাদের বিচার দাবি নানকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২০, ২২:২০আপডেট : ১৮ আগস্ট ২০২০, ২২:২৩

ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন করে ১৫ আগস্ট হত্যাকাণ্ডের মূল হোতাদের বিচার দাবি নানকের ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন গঠন করে ১৫ আগস্ট হত্যাকাণ্ডের মূল হোতাদের মুখোশ উন্মোচন করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলীয় কার্যালয়ে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
১৫ আগস্টের নিরাপত্তা এবং আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা এখন আমাদের ভাবনার বিষয় উল্লেখ করে নানক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের বিচার করা হয়েছে তারা কিন্তু বসে নেই। তাদের অনুসারীরা যে কোনও মুহূর্তে হানা দিতে পারে, তাই আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে।
১৫ আগস্টের ঘটনা উল্লেখ করে নানক আরও বলেন, আমি তখন বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ওই সময় আমি ঢাকায় এসেছিলাম। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর আসার কথা ছিল। সেজন্য আমি ঢাকায় এসেছিলাম। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়কে সাজানো হয়েছিল। তখন শেখ কামাল ভাইয়ের সঙ্গে সেখানেই আমার শেষ কথা হয়। কামাল ভাই আমাকে দেখে বললেন, ‘তোমার বিভাগ দেখেছো?’ আমি বললাম, ‘দেখি নি, দেখবো’। পরে উনি বাসার উদ্দেশে ক্যাম্পাস ছাড়েন। আমি সার্জেন্ট জহুরুল হক হলে বন্ধু কাশেমের রুমে গিয়ে রাত থাকলাম। সেখানে গিয়ে ঘুম আর হলো না। কারণ ভোর বেলাই যাবো আমরা, বঙ্গবন্ধু আসবেন। আমরা হইচই করছিলাম। এর মধ্যেই শুরু হলো গোলাগুলির শব্দ, কামানের গোলার শব্দ। ধুম-ধুম আওয়াজ হচ্ছে। এতে আমরা হতচকিত হয়ে খবর নিতে শুরু করলাম। এর মধ্যেই খবর ছড়িয়ে পড়লো যে, বঙ্গবন্ধুর বাড়ি আক্রমণ করা হয়েছে। এর মধ্যেই কেউ রেডিও ধরলো। তখন রেডিওতে বললো, যে আমি মেজর ডালিম বলছি, শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। এগুলি শোনার পরে আমি ও আমরা বন্ধু কাশেম বেরিয়ে গেলাম, আব্দুর রব সেরনিয়াবাত সাহেবের বাসায়। আমরা ওখানে গিয়ে দেখি সব ধ্বংস হয়ে গেছে। এর পরে বহু কথা আছে যা এখন বলতে চাই না।
শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন, ছাত্রলীগকে নিয়ে জাতির পিতার যে লক্ষ্য ছিল তা বাস্তবায়নে কাজ করতে হবে। রাজনৈতিক চাওয়া পাওয়ার ঊর্ধ্বে থেকে মেধাবী ও ত্যাগীদের বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে রাজনীতি করতে হবে।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
আ.লীগ নিষিদ্ধের দাবিতে মহানগর নেতার নেতৃত্বে জামায়াতের সংহতি মিছিল
আওয়ামী লীগের নেতাদের নিয়ে বিএনপির কার্যালয় উদ্বোধন
‘মার্চ টু যমুনা’ ঘোষণা দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে হাসনাতরা
সর্বশেষ খবর
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
৩০ কর্মদিবসের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ
৩০ কর্মদিবসের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ
সিএনজি অটোরিকশায় পিকআপের ধাক্কা, দুই ভাইসহ নিহত ৩
সিএনজি অটোরিকশায় পিকআপের ধাক্কা, দুই ভাইসহ নিহত ৩
রিয়ালের বিপক্ষে ‘দাপুটে’ বার্সাকে দেখতে চান ফ্লিক
রিয়ালের বিপক্ষে ‘দাপুটে’ বার্সাকে দেখতে চান ফ্লিক
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু