নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, অসাম্প্রদায়িক চেতনার পক্ষে আজ বাংলাদেশে সরকার পরিচালিত হচ্ছে। বর্তমান সরকারের আমলে প্রত্যেক ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান অত্যন্ত ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালন করছে। ২০০১ সালে বাংলাদেশের মানুষ এভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারতো না। ২০০১ থেকে ২০০৬ সালে বাংলাদেশে নানান রকমের আতঙ্ক তৈরি করা হতো। অথচ আজ সনর্বজনীনভাবে আমাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করা সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারণে।
শুক্রবার (২০ অক্টোবর) দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত উপজেলার ৯৭টি পূজামণ্ডপে সরকারি অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা নির্বাহী অফিসার মোছা. আফছানা কাওছার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর প্রমুখ।
প্রতিমন্ত্রী পরে বিরল কেন্দ্রীয় দুর্গামন্দির, কালিয়াগঞ্জ দুর্গামন্দির এবং বিরল ও বোচাগঞ্জ উপজেলাধীন বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করেন।