X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

মানুষ এখন বিএনপির কোনও কর্মসূচিকে বিশ্বাস করে না: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২৩, ১৫:০৬আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৫:০৬

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনের পথ হারিয়ে পথহারা পথিকের মতো। তাদের কথায় জনগণ কান দেয় না। মানুষ এখন বিএনপির কোনও কর্মসূচিকে বিশ্বাস করে না। সর্বশেষ ২৮ অক্টোবরের নগ্ন নৃশংসতার কারণে জনগণ বিএনপি থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

মার্কিন ভিসানীতি ‘ভুয়া’ কি না, জানতে চাইলে তিনি বলেন, এখনও সময় আছে। তারা যা বলেছে কথার সঙ্গে কাজের মিল আছে কি না, সেটা দেখার এখনও সময় আছে। একটু ধৈর্য ধরুন। সেটা দেখার এখনো সময় আছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে রাজনীতি এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

নির্বাচন নিয়ে বিএনপির লিফলেট বিতরণ মার্কিন স্যাংশনের আওতায় পড়ে কি না, জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সুস্পষ্টভাবে কথা বলেছে, এখন এ প্রশ্নটা তাদেরই করা উচিত। এ প্রশ্নের জবাব আমার দেওয়ার কিছু নেই। সেটার জবাবে তারা কোনও কৌশল অবলম্বন করেছে কি না জানি না। আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার, পিসফুল, ক্রেডিবল ইলেকশন চাই।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি লুটপাটের দল, লুটপাটের জন্য হাওয়া ভবন হয়েছে। যারা নিজেরা লুটপাট করে, অন্যদের কীভাবে বলে? তারা আন্দোলনের পথ হারিয়ে পথহারা পথিকের মতো। কখন যে কী বলে, কী যে করে, তাদের কথায় জনগণ কান দেয় না।

নির্বাচনে ভোটার টানার কৌশল জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, এখানে কোনও জবরদস্তি নেই। কৌশলটা মানুষকে বোঝানো যে আপনাদের ভোট কেন্দ্রে আসা প্রয়োজন এবং ভোটাধিকার প্রয়োগ করা প্রয়োজন। দেশের পরিস্থিতিতে জনগণের অসহযোগিতা ও জনসমর্থনের অভাবে বিএনপির আন্দোলন ব্যর্থ। জনসমর্থন ছিল না বলেই তারা আন্দোলনকে টেনে নিতে পারেনি।

তিনি আরও বলেন, সর্বশেষ ২৮ অক্টোবরের নগ্ন নৃশংসতার কারণে জনগণ বিএনপি থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মানুষ তাদের কোনও কর্মসূচিকে বিশ্বাস করে না। হরতালে না,অবরোধে না, এইসব কর্মসূচি জনগণ প্রত্যাখ্যান করেছে। প্রত্যাখ্যান করেছে বলেই জনসমর্থণের অভাবে তারা সন্ত্রাসের দিকে ঝুঁকে পড়েছে এবং তারা আগুনসন্ত্রাস করছে। আজ তারা বাস পোড়াচ্ছে, ট্রেন পোড়াচ্ছে , মানুষ মারছে, চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। 

পৃথিবীর কোথাও জনসমর্থন ছাড়া আন্দোলন সফল হয়নি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা গুপ্তসন্ত্রাস, গুপ্তহত্যার কেন তারা ঝুঁকে পড়বে? জনসমর্থন হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার, সরকার হটানোর জন্য সবচেয়ে বড় অস্ত্র। সেই অস্ত্র মরীচিকা ধরে গেছে। এটা কাজে লাগছে না। সে জন্য অবরোধও সফল হয় না, ধর্মঘটও সফল হয় না। কাজেই চোরাগোপ্ত হামলা, বোমা হামলা ককটেল, আগুন লাগানো— এসব সন্ত্রাসী পথ তারা বেছে নিয়েছে। তাদের রাজনীতি সন্ত্রাসযুক্ত হয়ে পড়েছে।

অনেক স্থানে নৌকার প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থীদের ওপর হামলা, প্রচারে বাধার ঘটনা ঘটেছে, এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, স্বতন্ত্র প্রার্থী, নৌকার প্রার্থী কেউ বয়কট করবে না। ইলেকশনে এমন বিচ্ছিন্ন ঘটনা ঘটে। সে জন্য বয়কট করতে হবে না।

এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, শাখাওয়াত হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রগামী আইফোন তৈরি হবে ভারতে: অ্যাপল
আগামী নির্বাচনের ব্যালটে নৌকা প্রতীক থাকতে পারবে না: সারোয়ার তুষার
সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাইলেন তারেক রহমান
সর্বশেষ খবর
রাজধানীতে মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীতে মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পারমিট ছাড়া হজ না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের
পারমিট ছাড়া হজ না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের
চিলির উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
চিলির উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচারের ঘটনায় মামলা 
সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচারের ঘটনায় মামলা 
সর্বাধিক পঠিত
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
এনবিআরের বিভক্তিতে সুফল মিলবে?
এনবিআরের বিভক্তিতে সুফল মিলবে?
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে