X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

শৃঙ্খলার জন্যই শক্তি প্রয়োগ: নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০১৬, ১৫:০৯আপডেট : ২৩ মার্চ ২০১৬, ১৬:৪৮

নাসিম ইউপি নির্বাচনে শৃঙ্খলা রক্ষার জন্যই আইনশৃঙ্খলা বাহিনী শক্তি প্রয়োগ করেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু হয়েছে। তবে যেসব জায়গায় সহিংসতা হয়েছে, সেখানে শৃঙ্খলা রক্ষার্থেই আইনশৃঙ্খলা বাহিনী শক্তি প্রয়োগ করেছে।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সাম্যবাদী দল আয়োজিত ‘মহান স্বাধীনতার ৪৫ বছর, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগের এবং প্রশাসনের সহযোগিতায় বিএনপির কাউন্সিল সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে সে কাউন্সিলে খালেদা জনগণকে অহেতুক উত্তেজিত করার জন্য হাসিনাবিহীন নির্বাচনের ঘোষণা দিয়েছেন।
এ সময় খালেদাকে পরামর্শ দিয়ে নাসিম বলেন, আপনি আকাশ কুসুম স্বপ্ন দেখবেন না। একবার ব্যর্থ আন্দোলন করে নেতা-কর্মীদের স্বপ্ন ভঙ্গ করেছেন। তাই আর কোনও ষড়যন্ত্র করে হাসিনাবিহীন নির্বাচনের স্বপ্ন দেখবেন না।
আওয়ামী লীগের উপদেষ্ঠামণ্ডলীর অন্যতম এ সদস্য হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ২০১৯ সালের নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বে এবং তার অধীনেই হবে। হাসিনার নেতৃত্ব ছাড়া কোনও নির্বাচনই দেশে অনুষ্ঠিত হবে না।
ভারত-পাকিস্তানসহ বিশ্বের উন্নত দেশে জঙ্গি হামলা হচ্ছে মন্তব্য করে নাসিম বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে জঙ্গির উত্থান বন্ধ হয়েছে। কিন্তু গুটিকয়েক বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জঙ্গি তত্পরতা নেই বললেই চলে।

স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের একটাই ভয়, যখন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সাড়া বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, তখন তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে।

সংগঠনের সাধারণ সম্পাদক দিলিপ বড়ুয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক এম. এ করিম, বাংলাদেশ ছাত্র আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন, যুব আন্দোলনের সভাপতি মোজাহিদ আহমেদ প্রমুখ।

/এসআইএস/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি