X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

রবিবার সারাদেশে বিএনপি’র বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০১৭, ১৪:৩১আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ১৬:২৬


বিএনপি
আগামীকাল রবিবার (৮ জানুয়ারি) সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের করবে বিএনপি। ৫ জানুয়ারি উপলক্ষে সমাবেশ করতে না পেরে দলটি এ কর্মসূচি দিয়েছে। শনিবার রাজধানীল নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘বিক্ষোভ কর্মসূচি বলতে কেউ বিক্ষোভ মিছিল করতে পারে। আবার কেউ চাইলে বিক্ষোভ সমাবেশ করতে পারবে।’
সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, ‘নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান দেখে মনে হচ্ছে ভোটারবিহীন আওয়ামী সরকার বিএনপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।’ বিএনপির কার্যালয়ের সামনে জলকামান, এপিসিসহ ভারী-মাঝারি অস্ত্রসজ্জিত পুলিশ-র‌্যাবের কয়েকটি প্লাটুন মোতায়েন করা হয়েছে।

রিজভী বলেন, ‘আজ (শনিবার) সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানেও একই যুদ্ধংদেহী পরিবেশ বিরাজমান। ক্রসফায়ারে নিহত লাশের ওপর, আটক বিরোধী দলের নেতাকর্মীদের বন্দিশালার ওপর, গুম হয়ে যাওয়া সন্তানের মায়ের অশ্রুজলের ওপর আর আরমার্ড কারের ওপর আওয়ামী লীগের গণতন্ত্রের পতাকা ওড়ে। আমরা প্রত্যয়দৃঢ় কণ্ঠে বলতে চাই-আপনারা উৎপীড়নের পথ বেছে নিয়ে যেভাবে গণতন্ত্রকে বিষাক্ত গ্যাস চেম্বারে ঢুকিয়েছেন তার পরিণতিতে আপনাদের পরিস্থিতি হয় যদি ভয়াবহ তাহলে আপনাদের জন্য কাঁদার লোকও খুঁজে পাবেন না।’
তিনি বলেন, ‘৫ জানুয়ারী গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ৭ জানুয়ারী ঢাকায় বিএনপির উদ্যোগে সমাবেশের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। দেশের জনগণ দেশের মালিক-এই সত্যটি বেমালুম ভুলে গিয়ে এখন গোটা দেশটাকেই আওয়ামী লীগ নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে বলেই আইনরক্ষাকারী সংস্থাকে নিজেদের লাঠিয়াল বাহিনী মনে করে। কাজেই যখন যেমন খুশী তাদের এই পেটোয়া বাহিনী দিয়ে বিরোধী দলের যে কোনও কর্মসূচিকে দমন করে যাচ্ছে।’

আরও পড়ুন: চিকিৎসাধীন বহিষ্কৃত দুই মেয়রকে দেখতে গেলেন মির্জা ফখরুল

/এসটিএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা