X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের ক্ষমতার উৎস বিদেশে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০১৮, ১৮:১৭আপডেট : ০৯ মার্চ ২০১৮, ১৯:০২

‘স্ববিরোধিতা যেন আওয়ামী লীগের বিশেষ বৈশিষ্ট্য। কথার বিপরীত কাজে তারা বিশ্বাসী। এ ধরনের কথা বলার কারণ হচ্ছে তাদের আর জনগণ ও যথার্থ প্রতিযোগিতামূলক নির্বাচনের প্রয়োজন নেই। ওবায়দুল কাদের একটি প্রতিনিধিদল নিয়ে তদবির করতে ভারতে যাচ্ছেন। আওয়ামী লীগের ক্ষমতার উৎসই হচ্ছে বিদেশ।’

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন রিজভী শুক্রবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। সম্প্রতি সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ‘আমরা বিদেশিদের পরামর্শ নেই না’ -এমন বক্তব্যের প্রেক্ষিতে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘ওবায়দুল কাদের সাহেবদের বক্তব্য মিথ্যাচারের সকল সীমা অতিক্রম করেছে। প্রতিদিন প্রেসক্লাবের সামনে বিভিন্ন সংগঠন মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। সরকারের মন্ত্রী-নেতারা সেসব অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখছেন, অথচ সেগুলোতে বাধা দেওয়া হচ্ছে না। কেবল বিএনপি’র মানববন্ধনের মতো শান্তিপূর্ণ কর্মসূচিতেই বাধা দেওয়া হচ্ছে।’ গত বুধবারও বিনা নোটিশে ২০টি সড়ক বন্ধ করে সমাবেশ করেছে আওয়ামী লীগ’- যোগ করেন রিজভী।

বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, ‘বিএনপির সব শান্তিপূর্ণ কর্মসূচিতে বর্বর হামলা চালাচ্ছে পুলিশ। টিয়ারশেল ছুড়ে, গরম পানি মেরে, লাঠিচার্জ করে বানচাল করার চেষ্টা চালাচ্ছে বিএনপি’র সকল শান্তিপূর্ণ কর্মসূচি। বিএনপি ঘোষিত সকল শান্তিপূর্ণ কর্মসূচিতে মানুষের ঢল দেখে দিশেহারা হয়ে পড়েছে বর্তমান ভোটারবিহীন সরকার। তাই বিএনপিসহ বিরোধী দলগুলোকে দমনে নিষ্ঠুর খেলায় মেতে উঠেছে তারা।’

রিজভী জানান, শুক্রবার বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১২তম কারাবন্দি দিবস উপলক্ষে তার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে জাতীয়তাবাদী কৃষক দল নেতা শাহজাহান সম্রাট এবং জাতীয়তাবাদী ওলামা দল নেতা মিজানুর রহমান টিপুকে গ্রেফতার করেছে পুলিশ।

/এসটিএস/এমও/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
চেয়ারম্যান নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি
চেয়ারম্যান নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত