X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

গাজীপুরে বিএনপি-জামায়াতের সমঝোতা

সালমান তারেক শাকিল
২১ এপ্রিল ২০১৮, ২১:৫৬আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ০৪:৪৩

 অবশেষে মনোনয়ন প্রত্যাহারের সমঝোতায় পৌঁছালো ২০ দলীয় জোটের দুই ভোটবন্ধু-জোটসঙ্গী—বিএনপি ও জামায়াত। কিছু কাউন্সিলর পদে ছাড়ের বিনিময়ে মেয়র পদে জোটসঙ্গীকে ছাড় দেওয়ার সিদ্ধান্তে একমত হয়েছে জামায়াত। উভয় দলের সিদ্ধান্ত অনুযায়ী গাজীপুর সিটিতে বিএনপি-প্রার্থী হাসান উদ্দিন সরকারকেই জোটের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। দল দু’টির দায়িত্বশীল নেতারা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, সোমবার (২৩ এপ্রিল) মনোনয়ন প্রত্যাহারের শেষদিন। 

জানা গেছে, শনিবার রাতে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক থেকেই প্রার্থী-জটিলতা দূর করতে জামায়াতের সঙ্গে যোগাযোগ করে বিএনপি। আর ফোনালাপের মধ্য দিয়েই সমাধান হয় দুই দলের মুখোমুখি অবস্থানের। 

বিএনপি ও জামায়াতের নেতারা জানান, গাজীপুরে অন্তত ছয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে জোটগত সমর্থন চায় জামায়াত। আর এই প্রত্যাশায় বিএনপিকে ছাড় দেওয়ার শর্তেই মেয়র পদে দল-সমর্থিত প্রার্থী এস এম সানাউল্লাহকে নির্বাচন থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে জামায়াত।

জামায়াতের নেতারা জানান, গাজীপুর সিটিতে প্রার্থিতা প্রত্যাহার করলেও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জোটের মনোনয়ন চায় দলটি। এ দাবিতে জামায়াত এখনও অনড় অবস্থানে রয়েছে। দলটির নেতাদের আশা, সিলেটে অন্তত জামায়াতের প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি। 

এই প্রসঙ্গে শনিবার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা সেটেলড হয়ে গেছে। গাজীপুর সিটি করপোরেশ নির্বাচনে জোটের একক প্রার্থীই থাকবে।’

এ বিষয়ে জামায়াতের নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কিছুক্ষণ আগে খবর এসেছে গাজীপুরে মেয়র পদে সেটেলড হয়ে গেছে। কিন্তু কাউন্সিলর পদে আমাদের কিছু দাবি আছে। আমাদের দাবি পুরোটা এখনও মানা হয়নি। আমাদের অনুরোধ অব্যাহত আছে। আশা করি সমাধান হবে।’

তবে সিলেট সিটি করপোরেশন নিয়ে এখনও সেটেলড হয়নি বলে জানান মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘আমরা চাই সিলেট চাই, এটা চাইব। এতে আমরা অনড় আছি। আমরা তো একটা পেতেই পারি।’ তিনি আশা প্রকাশ করে বলেন, ‘সিলেটে ২০ দলীয় জোট ভোট দিলে আমাদের প্রার্থী খুব ইজিলি নির্বাচিত হবেন।’ 

 

/এমএনএইচ/
সম্পর্কিত
চরমোনাই পীরের ভাইয়ের বাসায় জামায়াতের ৯ নেতা
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র, ২ ইউক্রেনীয় নিরাপত্তা কর্মকর্তা আটক
জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র, ২ ইউক্রেনীয় নিরাপত্তা কর্মকর্তা আটক
নিষেধাজ্ঞা তুললেও ভারত থেকে পেঁয়াজ আমদানিতে অনিশ্চয়তা
নিষেধাজ্ঞা তুললেও ভারত থেকে পেঁয়াজ আমদানিতে অনিশ্চয়তা
বিটিআরসিকে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের অনুরোধ করবেন আরাফাত
বিটিআরসিকে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের অনুরোধ করবেন আরাফাত
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে শিলাইদহ কুঠিবাড়িতে নানা আয়োজন
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে শিলাইদহ কুঠিবাড়িতে নানা আয়োজন
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল