X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়াকে কারাবন্দি করে রাখা হয়েছে: মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৯, ১৭:৩৫আপডেট : ২৭ জুলাই ২০১৯, ১৭:৫৩

জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন ড. খন্দকার মোশাররফ হোসেন আওয়ামী লীগ জানে খালেদা জিয়া বাইরে থাকলে তারা আর ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘মামলা বা বিচার নয়, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়াকে কারাবন্দি করে রাখা হয়েছে।’ শনিবার (২৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজিত ‘খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব বলেন।

খন্দকার মোশাররফ বলেন, ‘আজকে যারা ক্ষমতায়, তারা ১৯৭৫ সালে মুক্তিযুদ্ধের মূল চেতনাকে হত্যা করেছে। বাকশাল প্রতিষ্ঠা করেছে। জিয়াউর রহমান ২৫ মার্চ কালরাত্রির পরে অনিশ্চয়তার মধ্যে স্বাধীনতার ঘোষণা দিয়ে যেমনি জাতিকে দিক নির্দেশনা দিয়েছিলেন, তেমনি ৭ নভেম্বর একইভাবে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসে বাকশালের হাত থেকে দেশকে রক্ষা করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে খন্দকার মোশাররফ বলেন, ‘কয়েকদিন আগে ভাড়া করা একটি বিদেশি সংস্থা দিয়ে বলানো হয়েছে, বাংলাদেশে এখন নাকি সবচেয়ে বেশি জনপ্রিয়তা শেখ হাসিনার। আগেও তাহলে জনপ্রিয় ছিলেন, এত জনপ্রিয়তা থাকলে জনগণকে কেন ভোট দেওয়ার সুযোগ দিলেন না?’

বর্তমানে যেকোনও ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সরকারের পক্ষ থেকে গুজব বলা হয় উল্লেখ করে মোশাররফ বলেন, ‘এ বিষয়ে আমার কিছু প্রশ্ন আছে। সেগুলো হলো—গতকাল এক মন্ত্রী বলেছেন, যত গুজব রটনা করা হচ্ছে, সব বিএনপি করছে। কারণ, দেশে তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে। আমি জিজ্ঞাসা করতে চাই, কিছুদিন আগে আমেরিকার প্রেসিডেন্টের কাছে যে প্রিয়া সাহা মিথ্যা অভিযোগ করলেন, তিনি কে? এটা কি মিথ্যা কথা। এটা কি কেউ বলতে পারবেন যে প্রিয়া সাহা এটা ট্রাম্পকে বলেননি? এটা কে প্রচার করছেন? ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের হিন্দু মহিলার সাক্ষাৎ হয়েছে, এটা কি গুজব? প্রিয়া সাহা কীভাবে গেলেন? তিনি যে সম্মেলনে যোগ দিতে গেছেন, তার লিডার হলেন পররাষ্ট্রমন্ত্রী। এটা কি গুজব? এই কথা বলার সঙ্গে সঙ্গে আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রিয়া সাহা মিথ্যাচার করেছেন। এটা কি গুজব? প্রধানমন্ত্রীর ছেলে জয় তার অফিসিয়াল ফেসবুকে বলেছেন, এটা দেশদ্রোহিতার কাজ ও মিথ্যা। ৩ কোটি ৭০ লাখ হিন্দু চলে গেছে এটা অবাস্তব। এটাও কি গুজব?’

জিয়া পরিষদের সভাপতি কবির মুরাদের সভাপতিত্বে আলোচনা সভায় সংগঠনটির বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

/এইচএন/এমএনএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেমন চলছে ১৪ দলীয় জোট?
কেমন চলছে ১৪ দলীয় জোট?
গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন
গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম