X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

কারামুক্তির জন্য খালেদা জিয়া মাথানত করবেন না: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০১৯, ২০:১০আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ২০:২০

 আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অবশ্যই কারামুক্ত হবেন বলে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘খালেদা জিয়া ১৭ কোটি মানুষের নেতা। হয় তার মুক্তি আইনি প্রক্রিয়ায় হবে, না-হয় আন্দোলনের মাধ্যমে হবে। তবে, কারামুক্তির জন্য তিনি কারও কাছে মাথানত করবেন না।’ শুক্রবার (৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‘প্রতিহিংসার শিকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, অসহায় বিচার ব্যবস্থা, গণতন্ত্রের মুক্তি আর কতদূর’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়বাদী মুক্তিযোদ্ধা দল।

মওদুদ বলেন, ‘খালেদা জিয়া যেদিন বের হয়ে আসবেন, সেদিন বাংলাদেশে আবারও গণতন্ত্র, বিচার বিভাগ, আইনের শাসন ও সংবাদমাধ্যমের স্বাধীনতা ফিরে আসবে।’

ক্যাসিনো প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘ক্যাসিনোর সঙ্গে প্রশাসন, রাজনীতিবিদ, আওয়ামী লীগ নেতা ও মন্ত্রী-এমপিরা জড়িত ছিলেন। পুলিশ কর্মকর্তারাও জড়িত ছিলেন। এগুলো না হলে কী করে এই প্রতিষ্ঠাগুলো প্রসার লাভ করেছে? সবাই এগুলো থেকে শেয়ার পেতো। এ কারণে তারা তখন তাদের ধরেনি। এখন কোনও একটা গোলমাল ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বিষয়টা ফুটে উঠেছে।’ ক্যাসিনো অভিযান একটা আইওয়াশ বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর উদ্দেশে ব্যারিস্টার মওদুদ বলেন, ‘আপনি বলেছেন অভিযান চালিয়ে যাবেন। আপনাকে স্বাগত জানাই। আপনি আপনার সরকারের সাবেক মন্ত্রী, বর্তমান মন্ত্রী, সাবেক এমপি ও বর্তমান এমপিদের সম্পদের হিসাব দেশের মানুষের কাছে উপস্থাপন করুন। তাহলে বুঝবো আপনি সত্যিকার অর্থেই এই অভিযান চালাতে চান।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ প্রমুখ।

/এইচএন/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
ভুয়া পুলিশ সদস্য আটক
মতিঝিলে ২০০ মিটার রাস্তা অবৈধ দখলমুক্ত
সব কর্মচারীর জন্য আবাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে: মেয়র তাপস
সর্বশেষ খবর
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা