X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী ‘সম্রাটের মতো’ দেশ শাসন করছেন: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২০, ১৪:১১আপডেট : ২৭ জুন ২০২০, ১৪:১৯

নয়া পল্টনে মানববন্ধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘সম্রাটের মতো’ দেশ শাসন করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘কোনও এক দেশের সম্রাট বলেছিলেন, আই অ্যাম ল, আমিই হলাম আইন। শেখ হাসিনা হলেন সেই সম্রাটের মতো। আমিই আইন, আমি যেটা বলবো সেটাই মানতে হবে।’

শনিবার (২৭ জুন) দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন রিজভী। বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি সংক্রান্ত বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন (সংশোধন) বিল সংসদে উত্থাপনের প্রতিবাদে এই মানববন্ধন আয়োজন করে ফিউচার অব বাংলাদেশ নামের একটি সংগঠন।

বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলের মাধ্যমে সরকার সিরিঞ্জ দিয়ে জনগণের রক্ত টেনে নিচ্ছে দাবি করে রিজভী বলেন, ‘সিরিঞ্জে করে যেমন রক্ত টান দেয়, তেমনি আওয়ামী লীগ সরকার জনগণের শরীরে সিরিঞ্জ দিয়ে রক্ত টেনে নিচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘মানুষ বলছেন, যেখানে বিদ্যুত বিল হওয়ার কথা এক হাজার থেকে ১২০০ টাকা। সেখানে ২০ থেকে ২৫ হাজার টাকা বিল আসছে। এই ভুতুড়ে বিল নিয়ে গণমাধ্যমে একাধিক প্রতিবেদন হলেও সরকারের কোনও ভ্রুক্ষেপ নেই। তারা নির্লজ্জভাবে গায়ের জোরে আবার বছরের কয়েকবার বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করার বিল সংসদে উত্থাপন করেছে।’

সরকার সুইস ব্যাংকে অর্থপাচার করছে অভিযোগ করে রিজভী বলেন, ‘এই টাকা কোথায় যাচ্ছে জানেন? এটাও গতকাল বিভিন্ন পত্রিকায় বেরিয়েছে, পাঁচ হাজার কোটি টাকা সুইস ব্যাংকের জমা আছে। এই টাকা কার? এই টাকা সরকারের মন্ত্রী, আমলা ও ক্ষমতাসীন দলের লোকদের। গত ১১ থেকে ১২ বছর জনগণের এই টাকা আত্মসাত করে সুইস ব্যাংক ফুলে-ফেঁপে একেবারে বিশাল মহিরুহে পরিণত করেছেন তারা। এখন আরও টাকা দরকার, সুইস ব্যাংকে আরও কালো টাকা পাঠাতে হবে। এই কারণে বছরে কয়েকবার বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম তারা বৃদ্ধি করছে।’

হাসপাতালে করোনা রোগীরা চিকিৎসা পাচ্ছে না অভিযোগ করে রিজভী বলেন, ‘বাংলাদেশের স্বাস্থ্য খাত ভেঙে গেছে, একেবারে ভঙ্গুর। মানুষ এখন কুকুর-বিড়ালের মতো রাস্তায় মারা যাচ্ছে। করোনা আক্রান্ত মানুষ রাস্তায় মারা যাচ্ছে-এটাই হচ্ছে শেখ হাসিনার উপহার, এটাই হচ্ছে আওয়ামী লীগ সরকারের উপহার।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সহ-সভাপতি নবী উল্লাহ নবী, ফিউচার অব বাংলাদেশের শওকত আজিজ, সাজ্জাদুল হানিফ, কেজি সেলিম, ফয়সাল প্রধানসহ আরও অনেকে।

 

/এএইচআর/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তৈলাক্ত ত্বকের যত্নে কী করবেন
তৈলাক্ত ত্বকের যত্নে কী করবেন
অ্যাস্ট্রাজেনেকার টিকায় পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে কিনা, খতিয়ে দেখার নির্দেশ
অ্যাস্ট্রাজেনেকার টিকায় পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে কিনা, খতিয়ে দেখার নির্দেশ
‘চুম্বন’ দৃশ্য প্রসঙ্গে বিস্ফোরক এমিলি ব্লান্ট!
‘চুম্বন’ দৃশ্য প্রসঙ্গে বিস্ফোরক এমিলি ব্লান্ট!
ইমরান খানের স্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ পাকিস্তানের আদালতের
ইমরান খানের স্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ পাকিস্তানের আদালতের
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা