X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

‘স্থিতিশীল পর্যায়ে খালেদা জিয়া’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২১, ০১:০০আপডেট : ২০ এপ্রিল ২০২১, ০১:০০

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসক টিমের সদস্য ডা. অধ্যাপক এজেড এম জাহিদ হোসেন বলেছেন, গত ভোর ছয়টা থেকে এখন (সোমবার দিবাগত রাত) পৌনে বারোটা বাজে, এই সময়ের মধ্যে ম্যাডামের জ্বর আসেনি। এটি ভালো দিক। ইতিবাচক হিসেবে গণনা করছি। তার অন্যান্য কোনও উপসর্গ বৃদ্ধি পায়নি, নতুন করে বৃদ্ধি পায় নাই। এ অবস্থায় আমরা বলতে পারি তিনি স্থিতিশীল পর্যায়ে আছেন।’

রবিবার (১৮ এপ্রিল) রাত পৌনে বারোটার দিকে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে, এদিন ১০ টার দিকে ডা. জাহিদ ও ডা. মামুন বিএনপি প্রধানের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন।

ডা. জাহিদ বলেন, ‘আমি ও ডা. মামুন আজকে রাতে এসেছিলাম ম্যাডামকে দেখতে। সারাদিনই কয়েকঘন্টা পর-পর তার খোঁজ খবর নিই। আজকে তাকে দেখে এসেছি, আলহামদুলিল্লাহ, আজকে ১২ তম দিন শুরু হয়েছে।

তিনি আরও বলেন, ‘আগামী কয়েকদিন এভাবে গেলে, তাহলে আমরা আশা করতে পারি, তাহলে করোনা থেকে একটা ভালো পর্যায়ে তিনি যেতে পারবেন। এবং দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে তিনি দোয়া চেয়েছেন।’

এসময় চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজা (কারাদণ্ড) হয় খালেদা জিয়ার। ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে তার ছয় মাসের মুক্তি হয়। পরে ওই বছরের সেপ্টেম্বরে তার মুক্তির সময় আরও ছয় মাস বাড়ায় সরকার। এ বছরের মার্চে তৃতীয়বারের মতো ছয় মাসের মেয়াদ বাড়ানো হয়। গত ১১ এপ্রিল করোনা টেস্ট পজিটিভ আসে খালেদা জিয়ার।

 

/এসটিএস/এফএএন/
সম্পর্কিত
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
সর্বশেষ খবর
বিছানায় পড়ে ছিল স্ত্রীর লাশ, ঘরের আড়ায় ঝুলছিলেন স্বামী
বিছানায় পড়ে ছিল স্ত্রীর লাশ, ঘরের আড়ায় ঝুলছিলেন স্বামী
রাদওয়ান মুজিব সিদ্দিক ববির জন্মদিন আজ
রাদওয়ান মুজিব সিদ্দিক ববির জন্মদিন আজ
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
৭ দেশের জাহাজ চলাচলে করতে হবে না আলাদা চুক্তি
৭ দেশের জাহাজ চলাচলে করতে হবে না আলাদা চুক্তি
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
কান উৎসব ২০২৪এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...