X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

হারিছ চৌধুরীকে নিয়ে যা জানালেন তার ছোট ভাই কামাল চৌধুরী

সালমান তারেক শাকিল
১৩ জানুয়ারি ২০২২, ০১:১৮আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৬:৪৭

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও বিএনপির সাবেক নেতা আবুল হারিছ চৌধুরী অন্তত তিন মাস আগে মারা গেছেন বলে খবর বেরিয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে কোনও পক্ষ থেকেই তার মৃত্যুর তথ্যের সত্যতা, স্থান, কারণ কিংবা দিনক্ষণ জানানো হয়নি। উপরন্তু হারিছ চৌধুরীর মৃত্যু ও দাফনের স্থান নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে বুধবার (১২ জানুয়ারি) বিএনপির সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল কাহের শামীম এবং হারিছ চৌধুরীর জন্মস্থান সিলেটের কানাইঘাট উপজেলার দিঘিরপাড় পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ সভাপতি আলী হোসেন কাজল জানিয়েছেন, হারিছ চৌধুরীর মৃত্যু হয়েছে ঢাকায় এবং দাফনও হয়েছে এখানেই।

যদিও বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে বিএনপির কেন্দ্রীয় একাধিক নেতা ‘নিশ্চিত করে’ বলেন, হারিছ চৌধুরীর মৃত্যু ও দাফন হয়েছে যুক্তরাজ্যে। তবে তারা পরিচয় প্রকাশে রাজি হননি। এক্ষেত্রে খোদ বিএনপির প্রভাবশালী সূত্রগুলোই বিরোধিতা করে জানিয়েছে, যুক্তরাজ্যে হারিছ চৌধুরীর দাফন-কাফন হলে গোপন থাকার কোনও কারণই নেই।

বুধবার (১২ জানুয়ারি) সারাদিন এ নিয়ে নানা রকম খবর পাওয়া যায়। এমন পরিস্থিতিতে রাত ১০টার দিকে বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা বলেন, হারিছ চৌধুরীর ছোটভাই কামাল চৌধুরী (৫৫)। সিলেটের কানাইঘাট উপজেলার দিঘিরপাড় পূর্ব ইউনিয়নে বসবাস করছেন তিনি, পেশায় গৃহস্থ। পরিবারের পাঁচ ভাইয়ের মধ্যে জীবিত দুই ভাইয়ের (যদি হারিছ চৌধুরীর মৃত্যু হয়ে থাকে) একজন তিনি। এরপর একই বিষয়ে হারিছ চৌধুরীর খালাতো ভাই কানাইঘাট উপজেলার ৩নং দিঘীরপার পূর্ব ইউপির দর্পনগর এলাকার বাসিন্দা আব্দুস সালাম সলুইয়ের (৬৫) সঙ্গে কথা হয় বাংলা ট্রিবিউনের। দুজনের কথাতেই পরিষ্কার— পাঁচ ভাইয়ের মধ্যে বর্তমানে দুজন বেঁচে আছেন। দ্বিতীয়জন আবদুল মুকিত চৌধুরী, ইরানে; পঞ্চম ভাই কামাল চৌধুরী বাংলাদেশে।

কামাল চৌধুরী ও খালাতো ভাই আব্দুস সালাম সলুইয়ের সঙ্গে বাংলা ট্রিবিউনের কথোপকথন হুবহু দেওয়া হলো— 

 যা বললেন হারিছ চৌধুরীর আপন ছোট ভাই কামাল চৌধুরী

 

বাংলা ট্রিবিউন: আপনার ভাই কি মারা গেছেন?
কামাল চৌধুরী: শুনতেছি। আপনারা যেমন শুনতেছেন, আমিও ওইভাবেই শুনতেছি।

বাংলা ট্রিবিউন: আপনি কি আপনার ভাইয়ের মৃত্যুর খবরটি এক্সাক্টলি জানেন?
কামাল চৌধুরী:  জ্বি না। এক্সাক্টলি জানি না, ফেসবুকে দেখছি।

বাংলা ট্রিবিউন: আপনি তাহলে জানেন না যে তিনি কবে মারা গেছেন?
কামাল চৌধুরী: জ্বি না।

বাংলা ট্রিবিউন: আপনার আপন ভাই, সেক্ষেত্রে খবরটি সঠিক কিনা, এ নিয়ে কোনও উৎকণ্ঠা হয়নি আপনার?
কামাল চৌধুরী: (সময় নিয়ে) জ্বি না। আমি কিছুই জানি না। এমনে তিন-চার মাস ধরেই ফেসবুকে দেখতেছি, হারিছ চৌধুরী অসুস্থ, হারিছ চৌধুরী মারা গেছে—এইভাবে। আপনারা যেমন দেখতেছেন, আমিও তেমন দেখতেছি।

বাংলা ট্রিবিউন: তাহলে আপনি কি তথ্য জানতে পারলেন, উনি কোথায় মারা গেছেন, কবে মারা গেছেন?
কামাল চৌধুরী: শুনেছি, যুক্তরাজ্যে মারা গেছেন।

বাংলা ট্রিবিউন: এমনই খবর শুনেছেন?
কামাল চৌধুরী: জ্বি-জ্বি।

বাংলা ট্রিবিউন: আপনার এলাকার চেয়ারম্যান আলী হোসেন কাজল জানিয়েছেন—হারিছ চৌধুরী ঢাকায় মারা গেছেন, তাকে বেনামে দাফন করা হয়েছে। এগুলো কি সঠিক?
কামাল চৌধুরী: জ্বি না, এটা আমি সঠিক কইতা ফারতাম না (বলতে পারবো না)। দাফন হইলে আমি তো ওনার আপন ছোট ভাই, আমি তো যাইতাই ফারতাম (যেতাম)।

বাংলা ট্রিবিউন: তাহলে যুক্তরাজ্যে মারা যাওয়ার খবরটি নিশ্চিত হতে না পারার কারণ কি? সেক্ষেত্রে তো কাগজপত্র থাকবে, তার পরিবারও সেখানে আছে। তাদের সঙ্গে কি আপনার যোগাযোগ হয় না?
কামাল চৌধুরী:  জ্বি না, আমার পরিবারের… আমার ভাতিজির (হারিছ চৌধুরীর মেয়ে) সাথে বেশ কয়েক দিন আগে, তিন মাস আগে টেলিফোন করছিল যে আব্বু অসুস্থ।

বাংলা ট্রিবিউন: ভাতিজি কি দেশের বাইরে থেকে ফোন করেছিলেন?
কামাল চৌধুরী: জ্বি, ভাতিজি ফোন করছে বাইরে থেইকা।

বাংলা ট্রিবিউন: এরপর আর কোনও খোঁজ পাননি?
কামাল চৌধুরী: জ্বি না, কোনও খোঁজ পাইনি। এরপরে তো আমার ভাই আরেকজন মারা গেছেন।

বাংলা ট্রিবিউন: ভাইদের মধ্যে হারিছ চৌধুরী কত নম্বর ছিলেন?
কামাল চৌধুরী: এক নম্বর ভাই।

বাংলা ট্রিবিউন: এরপর কোনজন মারা গেছেন?
কামাল চৌধুরী: ওনার নাম এমরান হোসেন চৌধুরী সেলিম।

বাংলা ট্রিবিউন: উনি কবে মারা গেছেন?
কামাল চৌধুরী: উনি মারা গেছেন তিন মাস হয়ে গেছে।

বাংলা ট্রিবিউন: তাহলে আপনারা সব মিলিয়ে কয় ভাই?
কামাল চৌধুরী: আমরা পাঁচ ভাই।

বাংলা ট্রিবিউন: এখন আপনারা কয় ভাই বেঁচে আছেন?
কামাল চৌধুরী: আমরা দুই ভাই।

বাংলা ট্রিবিউন: এখন তাহলে দুই ভাই জীবিত আছেন?
কামাল চৌধুরী: জ্বি, দুই ভাই জীবিত আছি।

বাংলা ট্রিবিউন: মারা গেছেন তাহলে হারিস চৌধুরী ও এমরান চৌধুরী। আপনি দেশে থাকেন। আর বাকি দুজন কোথায় আছেন?
কামাল চৌধুরী: চতুর্থ নম্বরও মারা গেছেন, সেলিম চৌধুরী। দুই নম্বর আর পাঁচ নম্বর আছি আমরা। আমি পাঁচ নম্বর, সবার ছোট।

বাংলা ট্রিবিউন: দুই নম্বর ভাইয়ের নাম কি, উনি কোথায়?
কামাল চৌধুরী: আবদুল মুকিত চৌধুরী, উনি থাকেন ইরানের তেহরানে।

বাংলা ট্রিবিউন: তাহলে আপনি নিশ্চিত যে হারিছ চৌধুরীকে ঢাকায় দাফন করা হয়নি?
কামাল চৌধুরী: ঢাকাতে হইলে তো আমি তো যাইতাম।

বাংলা ট্রিবিউন: লন্ডনে যে মারা গেছেন—এটা কি আপনি সিওর, নাকি শুনেছেন?
কামাল চৌধুরী: এটা শুনেছি।

বাংলা ট্রিবিউন: তাহলে আপনি আপনার ভাইয়ের পরিণতি কি হয়েছে, সেটা নিশ্চিতভাবে জানবেন না?
কামাল চৌধুরী: আজকেও তো দেখতেছি ফেসবুকে, ভাই মারা গেছে।

বাংলা ট্রিবিউন: হ্যাঁ, আমরাও তো দেখছি, আসলেই কি তিনি মারা গেছেন?
কামাল চৌধুরী: মারা গেছেন কিংবা আছেন; এখনও তো সঠিক কোনও নিশ্চিত তথ্য পাইনি। তিন-চার মাস তো ভাইয়ের কণ্ঠও শুনতে পাইনি।

বাংলা ট্রিবিউন: ওনার (হারিছ চৌধুরী) বয়স কেমন ছিল?
কামাল চৌধুরী: ৭৪-৭৫ হবে।

বাংলা ট্রিবিউন: তাহলে এটা কেমন যে, আপনি ভাই হয়ে তার মৃত্যুর সংবাদটিও নিশ্চিত জানতে পারলেন না। আবার দাফন-কাফন হয়ে গেছে বলেও অনেকে প্রচার করছে।
কামাল চৌধুরী: ভাতিজি ফোন করে বলছে, আব্বু অসুস্থ। আব্বুর জন্য দোয়া করাও (মিলাদ)।

বাংলা ট্রিবিউন: এরপর আপনি কোনও খবর পাননি?
কামাল চৌধুরী: জ্বি না, আর কোনও খবর পাইনি। এরপর ফেসবুকে পাইলাম, হারিছ চৌধুরী অসুস্থ।

বাংলা ট্রিবিউন: ভাতিজি আপনাকে কোন মাসে ফোন করেছিলেন?
কামাল চৌধুরী: সেপ্টেম্বরে না অক্টোবরে ফোন করছে আমার সঠিক স্মরণ নাই।

বাংলা ট্রিবিউন: তাহলে আপনি এখনও নিশ্চিত না যে হারিছ চৌধুরী মারা গেছেন কিনা?
কামাল চৌধুরী: জ্বি না, আমি এখনও কনফার্ম না।

বাংলা ট্রিবিউন: সেক্ষেত্রে আপনার ভাইকে নিয়ে যে ধূম্রজাল তৈরি হচ্ছে, এ নিয়ে কোনও ব্যবস্থা নেবেন?
কামাল চৌধুরী: আমি আর কী ব্যবস্থা নিতে পারবো বলেন।

 

যা বললেন হারিছের খালাতো ভাই সলুই 

 

বাংলা ট্রিবিউন: হারিছ চৌধুরী আপনার পরিচিত ছিল?
আব্দুস সালাম সলুই: হারিছ চৌধুরী তো সেই তত্ত্বাবধায়ক সরকারের সময় গেলো, এরপর তো আর খবর পাই নাই।

বাংলা ট্রিবিউন: উনি কি আপনার আপন খালাতো ভাই?
আব্দুস সালাম সলুই: জ্বি, সে আমার আপন খালাতো ভাই।

বাংলা ট্রিবিউন: হারিছ চৌধুরী তার বাবার কত নম্বর সন্তান?
আব্দুস সালাম সলুই: সে তো তার বাবার এক নম্বর ছেলে।

বাংলা ট্রিবিউন: আপনার বয়স কেমন এখন?
আব্দুস সালাম সলুই: আমার ৬৫।

বাংলা ট্রিবিউন: হারিছ চৌধুরী তাহলে আপনার বয়সে বড় ছিলেন?
আব্দুস সালাম সলুই: হ্যাঁ, বড় ছিল।

বাংলা ট্রিবিউন: তিনি মারা গেছেন—এমন খবর শুনেছেন আপনি?
আব্দুস সালাম সলুই: লোকে বলে যে মারা গেছে। কিন্তু সত্য-মিথ্যা জানি না। দেখি নাই, শুনি নাই। কই আছে, কই না আছে—তাও জানি না।

বাংলা ট্রিবিউন: অনেকেই তো বলছেন, তিনি মারা গেছেন?
আব্দুস সালাম সলুই: না, এটা বলতে পারি না। মারা গেছে কিনা বলতে পারি না।

বাংলা ট্রিবিউন: তাহলে উনার জীব্তি ভাই কে আছেন?
আব্দুস সালাম সলুই: তার দুই ভাই জীবিত আছে এখনও। মুকিত চৌধুরী ইরানে আছে, আরেকজন কামাল চৌধুরী এখন বাড়িতে আছে।

বাংলা ট্রিবিউন: আপনার খালাতো ভাইয়ের জীবন-মৃত্যু নিয়ে এত কথা হচ্ছে, আপনার কী মনে হয়? এটা নিয়ে পরিবারের কারও সঙ্গে কথা বলেননি?
আব্দুস সালাম সলুই: মারা যাওয়ার কথা মানুষে যা কয়, তাই শুনি। মারা গেলে তো খবর পাইতাম। আমি মারা যাওয়ার কোনও খবর পাই নাই। মানুষ কেউ বলে আছে, কেউ বলে নাই; যে যার মতো মন্তব্য করে।

বাংলা ট্রিবিউন: এখন আপনাদের পরিবার তাহলে কী মনে করছে বা আপনি কী মনে করছেন?
আব্দুস সালাম সলুই: রাব্বুল আলামিন জানে। আছে বা নাই, একমাত্র আল্লাহ ছাড়া কারও ক্ষমতা নাই।

বাংলা ট্রিবিউন: আপনার এলাকার চেয়ারম্যান জানিয়েছেন, হারিছ চৌধুরীর ঢাকায় মারা গেছেন এবং দাফনও হয়েছে ঢাকাতেই।
আব্দুস সালাম সলুই: রাব্বুল আলামিন জানেন, সত্য মিথ্যা কইতে পারি না। 

আরও পড়ুন:

তিন মাস পর প্রকাশ্যে হারিছ চৌধুরীর মৃত্যুর খবর, দাফন ঢাকায়

/এসও/এসটিএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি