X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জোটের শরিক দলের সঙ্গে মতবিনিময় করলো বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২২, ১৮:৩২আপডেট : ২৭ মে ২০২২, ২০:০২

২০ দলীয় জোটের শরিক লেবার পার্টির সঙ্গে আনুষ্ঠানিক কথা বলেছেন বিএনপির নেতারা।

শুক্রবার (২৭ মে) বিকাল সাড়ে চারটার দিকে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান।

দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, বিকালে জোটের শরিক লেবার পার্টির সঙ্গে কথা বলেছেন বিএনপির নেতারা।

আলোচনা শেষে সোয়া ছয়টার দিকে মির্জা ফখরুল বলেন, ‘বৃহত্তর রাজনৈতিক ঐক্যের জন্য দেশের প্রায় সব দলের সঙ্গে কথা বলার কর্মসূচির অংশ হিসেবে লেবার পার্টির নেতাদের সঙ্গে কথা বলেছি।’ পরে তিনি জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খানকে বক্তব্য দেওয়ার অনুরোধ জানান।

নজরুল ইসলাম খান বলেন, ‘সরকারের হাত থেকে দেশকে রক্ষা করা সবার জন্য জরুরি। এই জরুরি কাজ সম্পাদন করতে বিভিন্ন দলের সঙ্গে কথা বলছি আমরা। লেবার পার্টির সঙ্গেও আমরা কথা বলেছি। বিদ্যমান রাজনীতি, করণীয়, বাস্তবায়ন নিয়ে আলোচনা করেছি। মোটামুটি আমরা একমত হয়েছি। অন্য দলগুলোর সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবো।’

পরে মির্জা ফখরুল জানান, আলোচনা অব্যাহত থাকবে। এ সময় সাংবাদিকদের সামনে লেবার পার্টির নেতা মোস্তাফিজুর রহমান ইরান ডান, বাম ও দক্ষিণপন্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

দলীয় সূত্র জানায়, আগামী ৩১ মে গণসংহতি আন্দোলন, ১ মে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে মতবিনিময় করবে বিএনপি। এতে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু অংশ নিতে পারেন। এরপর ক্রমান্বয়ে সিপিবি, বাসদ, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন বাম দলের সঙ্গেও কথা বলবেন তারা।

/এসটিএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
দেশ বর্ণবাদীদের কবলে, তারা দুটো ভাগ করে ফেলেছে: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!