X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

হাসপাতালে থেকেও ভাঙচুর মামলার আসামি হলেন ছাত্রদলের ২ নেতা

সালমান তারেক শাকিল
২৯ মে ২০২২, ২২:২২আপডেট : ২৯ মে ২০২২, ২৩:০১

ঘটনার সময় হাসপাতালে চিকিৎসাধীন থেকেও ভাঙচুর মামলায় আসামি হয়েছেন ছাত্রদলের দুই নেতা। গত বুধবার (২৫ মে) রাত সোয়া ৮টার দিকে রাজধানীর নয়া পল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে মশাল মিছিল হয়। সেই মিছিলের সময় চিকিৎসাধীন ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খান ও সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া। তবে পুলিশের প্রতিবেদনে এই দুই ছাত্রনেতাকে মশাল মিছিলে উপস্থিত দেখিয়ে আসামি করা হয়েছে।

২৫ মে বুধবার রাতে রুহুল কবির রিজভীর নেতৃত্বে মশাল মিছিলটি নাইট এঙ্গেলের মোড় থেকে শুরু হয়ে পল্টনে গিয়ে শেষ হয়। সেই মিছিলে আরও অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল আলম নয়ন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ডা. জাহিদুল কবির, যুবদল নেতা শান্ত, নাসিরসহ কয়েক শতাধিক নেতাকর্মী।

পল্টন থানায় দায়ের করা ভাঙচুর মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. কামরুল হাসান এজাহারে আসামি হিসেবে এক নম্বরে রুহুল কবির রিজভীসহ ২২ জনের নাম উল্লেখ করেন। এই আসামিদের মধ্যে ৩ নম্বরে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খান ও ৬ নম্বরে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়ার নাম উল্লেখ করেন।

বুধবার রাতে যখন মশাল মিছিল হয়, ওই সময় বাসাবোর হেলথ এইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খান। তিনি বলেন, ‘হলি ফ্যামিলি থেকে ২৫ মে বুধবার দুপুরে রিলিজ নিই। এরপর বৃষ্টিতে ভিজে সেদিনই বাসাবোর হেলথ এইডে ভর্তি হই। পরদিন বৃহস্পতিবার (২৬ জুন) রাত ১০-১১টার দিকে গ্রেফতারের ঝুঁকি তৈরি হওয়ায় হেলথ এইড হাসপাতাল থেকেও রিলিজ নিই।’

রাশেদ ইকবাল খান বলেন, ‘মঙ্গলবার হামলার পর প্রথমে  ঢাকা মেডিক্যালে প্রাথমিক চিকিৎসা নিয়ে সেদিন দুপুরে হলি ফ্যামিলিতে ভর্তি হই। সেখানে নানান সমস্যা সৃষ্টি হয়। পরিস্থিতি ছিল বিভীষিকাময়। পরদিন বুধবার দুপুরে আমি হেলথ এইড হাসপাতালে ভর্তি হই।’

তিনি আরও বলেন, ‘শাহাবুদ্দিন নামে আরেকজন ছাত্রদল নেতাও হেলথ এইডে ভর্তি হন গুরুতর অবস্থায়। বুধবার রাতে বিক্ষোভে থাকার মতো অবস্থায় ছিলাম না। সে রাতে আমি হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। ফিজিক্যালি ফিটও ছিলাম না। এখনও ফিট হতে পারিনি। চিকিৎসকের পরামর্শে ওষুধ খাচ্ছি ও রেস্টে আছি। আমার মাথায় সেলাই আছে। তারপর ওষুধ চলছে।’

পল্টন মডেল থানার মামলার ৬ নম্বর আসামি হিসেবে রয়েছেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়ার নাম। বাংলা ট্রিবিউনকে তিনি জানান, ২৪ মে শহীদ মিনারে ছাত্রলীগের হামলার শিকার হই। ওই ঘটনার পর সেখান থেকে আমাকে ঢাকা মেডিক্যাল কলেজে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। ছাত্রলীগের হামলায় আমি অনেক বেশি ইনজুরড হই। আমার মাথায় ১২টি সেলাই দেওয়া হয়। কিডনিতেও সমস্যা হয়েছে।’

শনিবার (২৮ মে) রাতে এ প্রতিবেদককে ফোনে আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া বলেন, ‘ঢাকা মেডিক্যালে প্রাথমিক চিকিৎসা শেষে মঙ্গলবার (২৪ মে) দুপুর ১২টার দিকে বাসাবোর বেসরকারি হেলথ এইড হাসপাতালে ভর্তি হই। ২৭ মে শুক্রবার দিবাগত একটার দিকে (২৮ মে প্রথম প্রহর) রিলিজ পাই। ২৫ মে রাতে নয়া পল্টনে যখন মিছিল হয়, আমি তখন হাসপাতালে। মার খেয়ে মামলার আসামি হলাম। আর মামলা হলো এমন ঘটনায়, যেখানে আমি ছিলামই না।’

জানতে চাইলে বাসাবোর বেসরকারি হেলথ এইড হাসপাতালের চিকিৎসক ডা. আউয়াল রবিবার রাতে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া ২৪ মে ভর্তি হয়েছিলেন। তার কিডনিতে সমস্যা হয়েছে। ধীরে ধীরে সুস্থ হবেন। হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক মেডিসিন দেওয়া হয়েছে। তার মাথায় ১২টি সেলাই পড়েছে।’

এসব বিষয়ে জানতে চেয়ে এসআই  মো. কামরুল হাসানকে রবিবার (২৯ মে) সন্ধ্যার পর ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

পরে পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহউদ্দীন মিয়াকে ফোন করা হলে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আমাদের যে মামলা হয়েছে, সেখানে অনেক লোক ছিল। যে অফিসার মামলাটি করেছেন, তিনি তো আশপাশের প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে মামলা করেছেন। এখন যদি ঘটনাস্থলে না থেকেও কেউ আসামি হন, সেক্ষেত্রে বাদ যাবে। যদি উপস্থিত না থাকে, তদন্তে সেটা প্রমাণিত হয়, তাহলে চূড়ান্ত প্রতিবেদনে তাদের নাম বাদ যাবে।’

/আরটি/এএইচএস/ এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ছাত্রদলের ‘সংহতি’ প্রত্যাখ্যান বুয়েট শিক্ষার্থীদের
বুয়েটে ছাত্ররাজনীতি চালুর আগে সব দলের সহাবস্থান চায় ছাত্রদল
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া