X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিএনপির হারুনের বিশেষ অধিকার ক্ষুণ্নের নোটিশ নাকচ করলেন স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২২, ২০:০০আপডেট : ২৭ জুন ২০২২, ২০:০১

বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের বিশেষ অধিকার ক্ষুণ্নের নোটিশ নাকচ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সম্প্রতি ১৬৪ বিধি অনুযায়ী হারুনের বিশেষ অধিকার ক্ষুণ্নের দাবি করে সংসদে দেওয়া নোটিশটি দেশের সংবিধান ও সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী ‘বিশেষ অধিকার সংক্রান্ত না হওয়ায়’ তা সোমবারের বৈঠকে নাকচ করেন স্পিকার।

এর আগে নোটিশটি হারুন সংসদে পড়ে শোনান। এতে তিনি দাবি করেন, তার নির্বাচনি এলাকা চাঁপাইনবাবগঞ্জ-৩ এবং বিএনপি দলীয় আরেক এমপি চাঁপাইনবাবগঞ্জ-২ এলাকার নবনির্মিত ও নির্মাণাধীন ৬৫টি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর ও ফলক উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। এ সময় চাঁপাইনবাবগঞ্জ-১ নির্বাচনি এলাকা, যেখানে সরকার দলীয় এমপি রয়েছেন, সেখানকার স্কুলগুলো উদ্বোধন থেকে বাদ রাখা হয়।

তিনি জানান, সংসদ সদস্য থাকা অবস্থায় আগে বহু সরকারি বেসরকারি স্কুলের ভবন ও ভিত্তিপ্রস্তর তিনি উদ্বোধন করেছেন। নবম ও দশম সংসদে তার এলাকায় যিনি সংসদ সদস্য ছিলেন, তিনিও এসব উদ্বোধন করেছেন। সারাদেশে স্থানীয় সংসদ সদস্যরাই শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে থাকেন বলেও তিনি জানান।

তার নির্বাচনি এলাকায় গত তিন বছরে ৬০টি ভবনের নির্মাণ কাজ চলছে বা শেষ হয়েছে উল্লেখ করে হারুন বলেন, এসব ভবনের ভিত্তি প্রস্তর বা শুভ উদ্বোধন আমি যতে না করতে পারি তার জন্য প্রতিমন্ত্রী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দিয়েছেন।

মন্ত্রিসভার সদস্যদের শপথের বিষয়টি উল্লেখ করে হারুন বলেন, বাংলাদেশের সংবিধানে যে শপথ রয়েছে, সেখানে ভয়ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে সবার প্রতি আইনানুগ আচরণ করার কথা বলা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সেই শপথ ভঙ্গ করেছেন বলে দাবি করে হারুন এ বিষয়টিতে তার অধিকার ক্ষুণ্ন হয়েছে মর্মে স্পিকারের সদয় অবগতি ও কার্যার্থে জানানো হলো বলে উল্লেখ করেন।

এ বিষয়ে গত ২৩ জুন নোটিশ পাওয়ার বিষয়টি উল্লেখ করে স্পিকার সংসদকে জানান, আমরা সংসদ সদস্য হারুনুর রশীদের থেকে বিশেষ অধিকার ক্ষুণ্নের একটি নোটিশ পেয়েছি। নোটিশটি ইতোমধ্যে পরীক্ষা করা হয়েছে। সংসদ সদস্য মো. হারুনুর রশীদ চাঁপাইনবাবগঞ্জ-৩ এর নোটিশটি সংবিধানের ৭৮ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১৬৫ এবং ১৬৬ এর ৩ এর আলোকে বিশেষ অধিকার সংক্রান্ত না হওয়ায় নোটিশটি গ্রহণ করা গেলো না বলে আমি দুঃখিত।

 

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোর প্রতি পর্যাপ্ত সহায়তার আহ্বান
ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোর প্রতি পর্যাপ্ত সহায়তার আহ্বান
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা