X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তানিদের মতো হামলা করছে সরকার: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২২, ১৫:৪৮আপডেট : ১২ আগস্ট ২০২২, ১৬:৫৪

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ‌‌বর্গীদের মতো ডাকাতি ও হামলা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সরকার চুরি-ডাকাতি করছে। বর্গীদের মতো ডাকাতি-হামলা করছে। পাকিস্তানিদের মতো হামলা করছে।’

শুক্রবার (১২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদের সমাবেশে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘আওয়ামী লীগ দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। ক্ষমতায় থাকতে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে।’

আওয়ামী লীগ আবারও ২০১৮ সালের মতো নির্বাচন করে ক্ষমতায় থাকার পাঁয়তারা করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘তারা নির্বাচন কমিশনে গিয়ে ইভিএম চেয়েছে। এটি ছাড়া জিততে পারবে না তারা। জালিয়াতির যন্ত্র ইভিএমে ধানের শীষে ভোট দিলেও জমা হবে নৌকায়।’

পেশাজীবীদের দেশ ও মানুষের জন্য অতীতের মতো প্রতিটি আন্দোলন-সংগ্রামে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশের অবস্থা কেমন সেটি বাসের যাত্রীদের, রিকশা ড্রাইভারদের, শিক্ষকদের, কৃষকদের জিজ্ঞাসা করুন। তারা সংসার চালাতে পারছেন না। ছোট চাকরিজীবীরা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। বেশি কষ্টে আছেন মধ্যবিত্তরা।’

সরকার আন্তর্জাতিক চাপে ভদ্র হয়ে গেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘বিরোধীদলকে সভা-সমাবেশ করতে দিচ্ছে, সেটি দেখাতে চাইছে। তারা গণতন্ত্রে বিশ্বাসী বলে প্রতারণা করছে। এই প্রতারণা তাদের চরিত্রের মিশে আছে। সরকার পরিকল্পিতভাবে দেশের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে।’

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি রুহুল আমীন গাজীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আবদুস সালাম, আমানউল্লাহ আমান, সাংবাদিক নেতা কামালউদ্দিন সবুজ, এম আবদুল্লাহ, শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, ড. মাহবুবউল্লাহ প্রমুখ।

 

/এমআরএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
প্রাণ জুড়াবে কাঁচা আমের শরবত
প্রাণ জুড়াবে কাঁচা আমের শরবত
কামালের ২৯ বছরের রেকর্ড ভাঙতে পারলেন না সবুজ!
কামালের ২৯ বছরের রেকর্ড ভাঙতে পারলেন না সবুজ!
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!