জ্বালানি ও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, গণপরিবহনে ভাড়া বৃদ্ধি, পুলিশের গুলিতে নুরে আলম, আব্দুর রহিম ও শাওনের মৃত্যুর প্রতিবাদে অনুষ্ঠেয় বিএনপির সমাবেশমুখী মিছিলে ক্ষমতাসীন দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের অনুসারীরা এবং আইনশৃঙ্খলা বাহিনী হামলা করেছে বলে অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মিরপুর ৬ নম্বর সেকশনে বাজারের পশ্চিম পাশে মুকুল ফৌজ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
বিএনপি সূত্র জানিয়েছে, মিরপুরে সমাবেশ করার জন্য এরইমধ্যে নানা প্রতিবন্ধকতায় তিনবার জায়গা পরিবর্তন করা হয়েছে। সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের উপস্থিত থাকার কথা রয়েছে।
প্রত্যক্ষদর্শী বিএনপির একাধিক কর্মী জানান, মিরপুর ১০ নম্বর গোল চক্কর থেকে পল্লবীর দিকে যেতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কাছাকাছি পুলিশের একটি দল বিএনপির সমাবেশমুখী মিছিলে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। জবাবে নেতাকর্মীরাও ইটপাটকেল নিক্ষেপ করেন। এ ঘটনায় আহত বা আটকের বিষয়ে এ রিপোর্ট লেখার সময় কোনও তথ্য পাওয়া যায়নি।
শায়রুল কবির খান বলেন, ‘সমাবেশমুখী মিছিলে পুলিশ হামলা করেছে এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।’
এছাড়া একাধিক সংবাদকর্মী জানান, কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা।