X
সোমবার, ১৬ জুন ২০২৫
২ আষাঢ় ১৪৩২

অ্যাম্বুলেন্সে ডাকাতি, মরদেহে ছুরিকাঘাত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৩ মে ২০২৫, ১২:৫৪আপডেট : ২৩ মে ২০২৫, ১৭:৩১

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সংঘবদ্ধ ডাকাতেরা লাশের সঙ্গে থাকা স্বজনদের মারধর করে নগদ অর্ধলক্ষাধিক টাকা ও প্রায় ১০টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় ডাকাতের হামলায় নারীসহ ৯ জন আহত হন।

ভুক্তভোগীরা জানান, পূর্বভাগ ইউনিয়নের মুকবুলপুর গ্রামের সত্তরোর্ধ্ব বয়সী ছবদর আলী ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাকা মিরপুর আহসানিয়া ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।

রাতে তার স্বজনরা লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে করে বাড়ি নাসিরনগরের উদ্দেশে যাত্রা করেন। পথে বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় এলে আগে থেকে ওৎপেতে থাকা ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল সড়কে গাছ ফেলে অ্যাম্বুলেন্সটির গতিরোধ করে।

একপর্যায়ে গাড়ি ভাঙচুর করে লাশের সঙ্গে থাকা নারীসহ ৯ জনকে পিটিয়ে আহত করে। এ সময় তাদের ব্যবহৃত ১০টি মোবাইল ফোন ও লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। শুধু ডাকাতি নয়, লাশের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করা হয় যা স্বজনদের ব্যথিত করেছে।

নিহতের ছেলে পূর্বভাগ ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর মিয়া বলেন, টাকা পয়সা ও মোবাইল নিছে দুঃখ নাই। কিন্তু আমার মৃত বাবার লাশের ওপর হামলা করেছে ডাকাতরা। এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না।

ভুক্তভোগী আজহারুল ইসলাম দুর্জয় জানান, এই রাস্তাটা ক্রমশ চলাচলের জন্য অনিরাপদ হয়ে উঠছে। ঢাকা থেকে রাতে নিরাপদে নাসিরনগর পর্যন্ত আসতে পারলেও নাসিরনগর থেকে অন্য কোথাও যাওয়ার সাহস পাওয়া যায় না। এর থেকে নাসিরনগরের পূর্ব অঞ্চলের মানুষ কবে মুক্তি পাবে?

ঘটনা সম্পর্কে স্থানীয় বাসিন্দা ও আইনজীবী রেজাউল হক আমজাদ জানান, তারা কেবল ডাকাতি করেই ক্ষান্ত হয়নি!  মৃতের ওপরও আক্রমণ করেছে- ঘটনাটি খুবই দুঃখজনক।

তিনি প্রশ্ন তোলেন, পুলিশ স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরে হবে ঘটনা স্থল। প্রায়শই চিহ্নিত স্পটে এমনটা ঘটছে। আপনাদের পুলিশের টিম কোথায় কাজ করছিল তখন?

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ওসি খায়রুল আলম বলেন, ডাকাতির ঘটনার খবর পেয়েছি। রোগীর স্বজনদের কাছ থেকে কী কী নিয়েছে এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। যেখানে ঘটনা ঘটেছে, সেই জায়গাটি অপরাধপ্রবণ এলাকা। অনেকদিন আগেও সেখানে ডাকাতির ঘটনা ঘটেছিল। আমরা এ ব্যাপারে কাজ করছি। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
বেশি বেতনে চাকরি দেওয়ার জন্য ডেকে কিশোরীকে এটিএম বুথে ধর্ষণের অভিযোগ
চুলার ধোঁয়া ঘরে ঢোকায় ঝগড়া, একজন নিহত
আসামির ছুরিকাঘাতে দুই পুলিশ আহত
সর্বশেষ খবর
কলকাতা ও দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে বিক্ষোভ বিজেপির
রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে হামলাকলকাতা ও দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে বিক্ষোভ বিজেপির
যে কারণে পাকিস্তান কোচের পদ ছেড়েছেন কারস্টেন
যে কারণে পাকিস্তান কোচের পদ ছেড়েছেন কারস্টেন
রোহিঙ্গা তরুণকে গুলি করে হত্যা
রোহিঙ্গা তরুণকে গুলি করে হত্যা
টেকনাফে বাস থামিয়ে পরিবহন কর্মীকে অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি
টেকনাফে বাস থামিয়ে পরিবহন কর্মীকে অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি
সর্বাধিক পঠিত
নগরভবনে সভা করছেন ইশরাক, নামের সঙ্গে ‘মাননীয় মেয়র’
নগরভবনে সভা করছেন ইশরাক, নামের সঙ্গে ‘মাননীয় মেয়র’
ইরানে ইসরায়েলি হামলার নিন্দা থেকে সরে দাঁড়ালো ভারত?
ইরানে ইসরায়েলি হামলার নিন্দা থেকে সরে দাঁড়ালো ভারত?
মামলাজটে আটকে আছে প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের পদোন্নতি
মামলাজটে আটকে আছে প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের পদোন্নতি
ইরানের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা ‘অবমূল্যায়ন’ করেছে ইসরায়েল
ইরানের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা ‘অবমূল্যায়ন’ করেছে ইসরায়েল
তেহরানের আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি ইসরায়েলের
তেহরানের আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি ইসরায়েলের