X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ইউপি নির্বাচনে যাচ্ছে বিএনপি: মাহবুব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:১৪আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:১৪

অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশ নিতে যাচ্ছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান।
রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। বাংলাদেশ সংস্কৃতি একাডেমির ১৪তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনার আয়োজন করে সংগঠনটি।
ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে জেনারেল মাহবুবুর রহমান বলেন, ‘বিএনপি নির্বাচনবিমুখ দল নয়। আমরা নির্বাচন করব, করতে চাই। তবে সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হতে হবে।’
ভারতের নির্বাচন কাঠামোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘নির্বাচনের সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি প্রধানমন্ত্রীর চেয়েও বেশি শক্তিশালী থাকেন। কিন্তু আমাদের দেশের নির্বাচন কমিশন শক্তিশালী নয়।’
উচ্চ আদালতে গৃহযুদ্ধ চলছে- এমন অভিযোগ করে মাহবুবুর রহমান বলেন, ‘উচ্চ আদালত অঙ্গনে একে অপরের পেছনে কথা বলছে, সেখানে মহাভারতের কুরুক্ষেত্রের মঞ্চায়ন হচ্ছে। সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন বলেছেন, বিচার বিভাগ ধ্বংসের ধারপ্রান্তে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এটা সাধারণভাবে দেখার কোনো সুযোগ নেই।’

বিএনপির কাউন্সিল প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী ১৯ মার্চ বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। তবে কাউন্সিলের জন্য ভেন্যু এখনও নির্ধারিত হয়নি। এই কাউন্সিলের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিকরাই কমিটিতে স্থান পাবে এবং বিএনপিতে নতুন নেতৃত্ব আসবে। আর তারাই দেশের গণতন্ত্র রক্ষার চ্যালেঞ্জ মোকাবেলা করবে। নতুন নেতৃত্ব গণতন্ত্র প্রতিষ্ঠা ও জঙ্গিবাদসহ সামনের চ্যালেঞ্জ মোকাবিলা করবে।’

‘যে যত বড় অবস্থানে আছে, সে ততো বেশি দুর্নীতিতে নিমজ্জিত’- এমনটা উল্লেখ করে তিনি বলেন, ‘দুর্নীতিতে জলপ্রপাত চলছে। ভাষার মাসে এ সব দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিৎ।’

তিনি বলেন, ‘ভাষা শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা এখনও সর্বক্ষেত্রে চালু হয়নি, যা অত্যন্ত দুঃখের বিষয়। বিচার বিভাগে এখনও বাংলা ভাষা প্রবেশ করতে পারেনি। রায় এখনও ইংরেজিতে লেখা হয়। এটা লজ্জার কথা। বিচার বিভাগের জন্যও এটা লজ্জার।’

মানি লন্ডারিংয়ের কারণে দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে বলেও মন্তব্য করেন মাহবুবুর রহমান।

আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, সাংবাদিক নেতা জাকির হোসেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপিত কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা