X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ঢাকায় বিএনপির সমাবেশকে ঘিরে প্রস্তত হচ্ছে ছাত্রদল

ঢাবি প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২২, ১৯:৫০আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১৯:৫০

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করতে চায় বিএনপি। এই সমাবেশকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে বিএনপির সব স্তরের নেতাকর্মীদের মাঝে। আর বিএনপির এই সমাবেশকে সফল করতে প্রস্তুতি নিচ্ছে সংগঠনটির ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।

সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসতে শুরু করেছেন ছাত্রদল নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও কেন্দ্রীয় ছাত্রদল তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করছে। ঢাবিতে নিজেদের অবস্থান না থাকায় বিভিন্ন নেতার বাসায় ও মেসে থাকছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা। ৩ ডিসেম্বর যশোরে বিএনপির সমাবেশ শেষে ঢাকায় ছাত্রদল নেতাকর্মীদের জনস্রোত নামবে বলে আশাবাদী ঢাবি ছাত্রদল।

ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি খোরশেদ আলম সোহেল বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল ও ঢাবি ছাত্রদল সব সময়ই রাজনীতির মাঠে প্রস্তত। আগামী ১০ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসম্মেলন। এর আগে দেশের বিভিন্ন জায়গায় সমাবেশ হয়েছে। প্রত্যেক জায়গায় লাখো মানুষের উপস্থিতি ছিল। সাধারণ মানুষ এই সরকারের শাসন-জুলুমের অবসান চায়। তার জন্য এসব সমাবেশে তাদের সরব উপস্থিতি। ঢাকায় বিএনপির স্মরণকালের সেরা সম্মেলন হবে। আর এই সম্মেলনকে সফল করতে আমরা সদা প্রস্তুত।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের পর আমরা আড়াই বছর ক্যাম্পাসে কিছুটা রাজনীতির সুযোগ পাই। সাধারণ শিক্ষার্থীরা আমাদের ছাত্রলীগের নির্যাতনের কথা বলে। এখনও তারা নির্যাতন-নিষ্পেশণের শিকার হচ্ছে।

অপরদিকে ঢাকায় বিএনপির এই সমাবেশকে সন্ত্রাসী কর্মকাণ্ডের পাঁয়তারা হিসেবে গণ্য করছে ছাত্রলীগ। জনগণকে জিম্মি করে স্বার্থ হাসিলের প্রক্রিয়া বলে উল্লেখ করছে।

ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, সমাবেশের নাম করে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছে কিনা এই ধরনের শঙ্কা মানুষের মধ্যে রয়েছে। আমরা দেখেছি তারা জঙ্গি-সন্ত্রাসের রাজনীতি করেছে। এখনও তাদের যে রাজনৈতিক এজেন্ডা রয়েছে, সন্ত্রাসী-খুনি এবং দুর্নীতিবাজদের পুনর্বাসন করা। এর সঙ্গে জনগণের স্বার্থের কোনও সম্পর্ক নেই। তারা জনগণকে জিম্মি করে জনগণের ক্ষতি করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। বিশেষ করে অনির্বাচিত সরকারের দালালি করা, এটি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। আমাদের তরুণ প্রজন্মের যে মূল্যবোধ রয়েছে সেটির বিরোধী। আমাদের শান্তিপূর্ণ উন্নয়ন অগ্রযাত্রাকে যারা ব্যাহত করতে চায়, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করে তুলবে হবে এবং জনগণ এর জবাব দেবে।

/এফএস/
সম্পর্কিত
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
অ্যাকাডেমিক মান উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মাস্টারপ্ল্যান’
সর্বশেষ খবর
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা