X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
নয়া পল্টনে গণসমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি?

বল ওনাদের কোর্টে, কী সমঝোতা বলবেন তারাই: মির্জা ফখরুল

সালমান তারেক শাকিল ও আব্দুল হামিদ
০৬ ডিসেম্বর ২০২২, ২০:২৫আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ২০:৫৩

‘যেটিই হোক, একটি সমঝোতা হবে, হয়ে যাবে’—সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বল তো ওনার কোর্টে। উনি (ওবায়দুল কাদের) কী সমঝোতা করবেন, সেটা উনিই বলবেন। আমরা তো বলেছি নয়া পল্টনে সমাবেশ করতে চাই। তারা আমাদের সোহরাওয়ার্দী উদ্যান দিয়েছেন। কিন্তু আমরা সেখানে করবো না।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, ‘আমাদের তারা নয়া পল্টনে অনুমতি দেবে না। আমরা তো বলেছি—আপনারা কী চান, বিকল্প কী দেবেন, আপনারা দিন। আমরা সোহরাওয়ার্দী উদ্যানে যাবো না। তারা নয়া পল্টনে দেবে না, তো কোন মাঠ দেবে, দাও। গ্রহণযোগ্য হলে আমরা নেবো। ১০ ডিসেম্বর আমরা গণসমাবেশ করবো।’

এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর একজন নির্ভরযোগ্য কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে ইঙ্গিত দিয়েছেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ করতে রাজধানীর নয়া পল্টনে অনুমতি পেতে পারে বিএনপি। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে এমন সম্ভাবনার কথা জানান এই কর্মকর্তা। এদিন সরকারের পক্ষ থেকেও বিএনপির সমাবেশের ভেন্যু জটিলতার নিরসন হচ্ছে—এমন সম্ভাবনার জানান দেওয়া হয়েছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘বিএনপির নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই গণসমাবেশের অনুমতি চায়। সেটাই শেষ মুহূর্তে মেনে নেওয়ার পক্ষে সরকার।’

খোঁজ নিয়ে জানা গেছে, বিগত বেশ কয়েক বছর ধরে বিএনপিকে শেষ মুহূর্তে সমাবেশের অনুমতি দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এবারও সেদিকেই হাঁটতে পারে ডিএমপি। কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত বিএনপির নেতাকর্মীরা বসে পড়তে পারেন—এমন একটি আশঙ্কা তারা করছেন। যদিও বিএনপির পক্ষ থেকে দফায় দফায় তা নাকচ করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা নয়া পল্টনে সমাবেশ করবো বলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করেছি। আমরা বিগত দিনে দেখেছি, তারা এখানে করেন, ওখানে করেন বলে থাকেন। কিন্তু শেষ মুহূর্তে এমনকি কখনও রাত ১২টায়ও তারা আমাদের অনুমতি দিয়েছে। আমরা নয়া পল্টনে করবো বলে জানিয়েছি। এমনকি আমাদের দিক থেকে রিজনেবল রাস্তা চেয়েছি। গ্রহণযোগ্য হলে করবো, কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে নয়।’

এর আগে, মঙ্গলবার বিকালে ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সৌজন্য সাক্ষাৎ শেষে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের সামনে উল্লেখ করেন, ‘জনগণের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। দলের পক্ষ থেকে আমি বলতে চাই—আমরা সরকারে আছি, আমরা কেন দেশে অশান্তি চাইবো? আমরা কেন আতঙ্ক সৃষ্টি হয়, এমন কাজ করবো। দরকার তো নেই। আশা করছি বিরোধী দল শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে। দলীয়ভাবে আমরা তাদের সঙ্গে কখনও সংঘাত সৃষ্টি করিনি। এখন আমরা সংঘাত চাই না’

সরকারি সূত্রগুলো জানিয়েছে, ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এ দিনটিকে কেন্দ্র করে ইতোমধ্যে নানা পর্যায়ে অস্বস্তি রয়েছে। ধারণা করা হচ্ছে, এ দিনটিকে সামনে রেখে নতুন কোনও সমস্যার পথে যেতে না-রাজ ক্ষমতাসীনরা। সেদিক বিবেচনায় নয়া পল্টনে বা দলটির চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে কোনও স্থানের অনুমতি দিতে পারে প্রশাসন।

বিএনপির পক্ষ থেকে দুই দফায় বিভাগীয় গণসমাবেশ করতে চেয়ে ডিএমপি কমিশনারের কাছে চিঠি দেওয়া হয়। তবে ডিএমপির পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয়। কিন্তু বিএনপি মানতে রাজি না। তারা কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই গণসমাবেশ করতে অনড়। বিষয়টি নিয়ে পুলিশের ডিএমপি কমিশনারের পক্ষ থেকেও রাস্তায় সমাবেশ করতে দেওয়া হবে না বলে জানানো হলেও সিদ্ধান্তে পরিবর্তন আসতে যাচ্ছে বলে জানা গেছে গোয়েন্দা সূত্রে।

এ বিষয়ে মঙ্গলবার এক গোয়েন্দা কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ডিএমপির পক্ষ থেকে শেষ মুহূর্তে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুমতি দেওয়ার কথা ভাবছে সরকার। তবে এমন সময় বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হবে, যখন তারা আগের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে না। তারা যে লাখ লাখ নেতাকর্মী নিয়ে সমাবেশের চিন্তা করছে, সেটা হয়তো আর হবে না।’

ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ বিষয়ে আমি এখন পর্যন্ত কোনও তথ্য পাইনি। এটার সিদ্ধান্ত ওপর থেকেই আসবে। আমাদের জানালে তারপর বলতে পারবো।’

আরও পড়ুন:

যেটিই হোক সমঝোতা হবে: ওবায়দুল কাদের

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
দেশ বর্ণবাদীদের কবলে, তারা দুটো ভাগ করে ফেলেছে: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা