X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

বিএনপি দেশের বদনাম করতে কাকে ভাড়া করেছে জানতে চান মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২২, ১৪:৪৪আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১৪:৫৫

‘দেশের বদনামে ভাড়াটে নিয়োগ করছে বিএনপি’ জাতীর উদ্দেশ্যে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের বদনাম করার জন্য কাকে ভাড়া করলাম নাম-ঠিকানা প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই।

শনিবার (১৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘মহান বিজয় দিবস ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) এ আলোচনা সভার আয়োজন করে।

খন্দকার মোশাররফ বলেন, ‘আজকের আলোচনা সভায় অনেকেই কথা বলেছেন। এটা যদি বদনাম হয় তাদের দোষ না। আমরা কাউকে ভাড়া করিনি। জাতীয়তাবাদী দল কাউকে ভাড়া করে না। তাই কাদের ভাড়া করেছি এটা আমরা জানতে চাই।’

বিএনপি না, বরাবর আওয়ামী লীগই দেশের বদনাম করে আসছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘দেশের বদনাম তো আওয়ামী লীগ করছে। মুক্তিযুদ্ধের পর গণতন্ত্র হত্যা করে বাকশাল করেছে। তখনও এই দেশের বদনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই সরকার সমাজতান্ত্রিক অর্থনীতির বদলে লুটপাটের অর্থনীতি গড়ে তুলেছে। এতে দেশের বদনাম হচ্ছে। রক্ষী বাহিনী গঠন করে ২০ হাজার মুক্তিযোদ্ধা হত্যা করেছে। আজকে যে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড– এগুলো দেশে-বিদেশে প্রচার হয়েছে। এতে সুনাম না, বদনাম হয়েছে।’

তিনি বলেন, ‘আজকে বাংলাদেশ বাকশাল না হলেও অলিখিত বাকশাল চলছে। গত ১৪ বছর তারা ক্ষমতায় আছে। বিনা ভোটে, ভোটাধিকার হরণ করে তারা ক্ষমতা চালাচ্ছে। যদি ১৪ সালের নির্বাচনের কথা বলি– তা আমরা বয়কট করেছিলাম। ১৫৩টি আসনে বয়কট করেছিলাম। ২০১৮ সালে রাতে ভোট চুরি করেছে। এটা আমাদের কথা না, জাপানের রাষ্ট্রদূত বললে সেটা সুনাম হয়েছে? এটা কী বিএনপি বয়ে এনেছে?’

তিনি বলেন, ‘বিএনপির ভাড়াটিয়া নিয়োগের কোনও প্রয়োজন নেই। বাংলাদেশে র‌্যাবের ওপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কেন দিয়েছে? র‌্যাবকে দিয়ে সরকার অনৈতিক ও ক্ষমতায় টিকে থাকার জন্য আদেশ পালন করিয়েছে। হুকুম-নির্দেশ পালন করিয়ে ছয়শতাধিক গুম আর হাজারের ওপরে বিচারবহির্ভূত হত্যা করিয়েছে।’

‘বাংলাদেশকে আর গণতান্ত্রিক দেশ বলা হয় না’ মন্তব্য করে খন্দকার মোশাররফ বলেন, ‘বাংলাদেশের বদনাম বয়ে এনেছে এই  সরকার। আজকের বাংলাদেশকে আর গণতান্ত্রিক দেশ বলা হয় না। আমেরিকায় একটা গণতান্ত্রিক কনভেনশন হয়েছিল। সেখানে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি। ব্যাখ্যা চাওয়া হলে বলেছিল, এই বাংলাদেশ আর গণতান্ত্রিক বাংলাদেশ নেই। এটা হাইব্রিড বাংলাদেশ। এটা বদনাম হলে এটা বিএনপির ভাড়াটিয়া কেউ করেনি। করেছে একটা শক্তিশালী রাষ্ট্র।’

তিনি বলেন, ‘এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য যা ইচ্ছে তাই করছে। এগুলো কীভাবে লুকিয়ে রাখবে? আমরা যখনই কোনও সমাবেশ করি, সরকার আমাদের দমনে ভাড়াটিয়া বাহিনী নিয়োগ করে। ১০ ডিসেম্বর সমাবেশের আগে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে যা হয়েছে তা ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর থেকেও হতে দেখিনি। তারপরও আমরা সমাবেশ করেছি। আমাদের মূল দাবি, এই সরকারের পতন।’

আলোচনা সভায় আরও ছিলেন– বিএসপিপি’র আহ্বায়ক অধ্যাপক ড. এ জেড এম জাহিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, বিএসপিপি’র সদস্য সচিব কাদের গণি চৌধুরীসহ পেশাজীবি পরিষদের অন্যান্য নেতা ও সদস্যরা।

 

 

 

/জেডএ/আরকে/
সম্পর্কিত
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
সব নেতাকর্মীকে সহনশীল হতে হবে: তারেক রহমান
‘বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে ঐকমত্য গঠনে’
সর্বশেষ খবর
প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না: সংস্কৃতি উপদেষ্টা
প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না: সংস্কৃতি উপদেষ্টা
ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিহত ৪, নিখোঁজ ৩০
ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিহত ৪, নিখোঁজ ৩০
প্রবাসীদের সুবিধা দিয়ে ব্যাগেজ রুলস সংশোধন করলো এনবিআর
প্রবাসীদের সুবিধা দিয়ে ব্যাগেজ রুলস সংশোধন করলো এনবিআর
ধানমন্ডিতে  ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী আহত
ধানমন্ডিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী আহত
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল