X
রবিবার, ২৬ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

নিষেধাজ্ঞার মধ্যেই বিরোধী দলগুলোর হরতাল পালন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২৩, ২১:৩৯আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ২৩:৫৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই নিষেধাজ্ঞা অমান্য করেই রাজধানীজুড়ে হরতাল পালন করেছে বিএনপি ও সমমনা বিরোধী রাজনৈতিক দলগুলো।

নির্বাচনি কাজে বাধা হতে পারে এমন রাজনৈতিক কর্মসূচির ওপর নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা  অনুসারে সোমবার (১৮ ডিসেম্বর) থেকে নিষেধাজ্ঞা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ১৪ ডিসেম্বর এই নিষেধাজ্ঞা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়। 

তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা হরতাল পালনে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল করে বিরোধী রাজনৈতিক দলগুলো। সরকারের পদত্যাগ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিরোধীদলীয় নেতাকর্মীদের মুক্তির দাবি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে এই হরতাল পালনের ডাক দেয় দলগুলো।

নানা দাবিতে সর্বাত্মক হরতাল পালন করে বিরোধী দলগুলো

মঙ্গলবার সকাল ৭টায় রাজধানীর শান্তিনগর থেকে রাজারবাগ অভিমুখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেন নেতাকর্মীরা।

রাজধানীর শান্তিনগর মোড় থেকে কাকরাইল হয়ে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও রাশেদ সরকারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেন দলীয় নেতাকর্মীরা।

সকাল ৭টায় মিরপুর ঝুটপট্টিতে পল্লবী থানা যুবদল হরতাল সমথর্নে মিছিল করে। মিরপুর অরিজিনাল ১০ নম্বর বাসস্ট্যান্ডে হরতালের সমর্থনে মিছিল করেন বিএনপির কর্মীরা।

কাকরাইল মোড় থেকে শুরু হয়ে কর্ণফুলী মার্কেট ও হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে দিয়ে শান্তিনগর মোড় পার হয়ে মালিবাগ মোড় সিআইডি অফিসের বিপরীত পাশে পর্যন্ত মিছিল করে যুবদলের একটি অংশ।

ইসির নির্দেশনার পরিপ্রেক্ষিতে নিষেধাজ্ঞা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

রাজধানীর উত্তরা, আরামবাগ থেকে ফকিরাপুল কাঁচাবাজার, কাকরাইল মোড় থেকে হাবিবুল্লাহ বাহার কলেজ, সেগুনবাগিচা ঢাকা রিপোর্টাস ইউনিটি, খিলগাঁও তিলপাপাড়া ও ধানমন্ডি স্টার কাবাবের সামনে মোট ছয়টি স্থানে হরতাল সমর্থনে মিছিল করেন ঢাকা মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

হরতাল সমর্থনে সকাল মিরপুরের কালশী ফ্লাইওভার থেকে ইউসিবি চত্বর অভিমুখী সুমাত্রা ফিলিং স্টেশন পর্যন্ত, নাইটিঙ্গেল মোড় থেকে বিজয় নগরসহ রাজধানীর কয়েকটি স্থানে মিছিল করেন ঢাকা মহানগর ছাত্রদলের কয়েকটি ইউনিটের নেতাকর্মীরা।

এছাড়া পল্টন এলাকায় গণতন্ত্র মঞ্চ, জাতীয়তাবাদী সমমনা দল, ১২-দলীয় জোট, বাম গণতন্ত্র জোট, গণফোরামসহ অন্যান্য রাজনৈতিক দল।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
কেমন আছে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোল্লাবাড়ি বস্তিবাসী
সিগন্যালের ত্রুটিতে বন্ধ মেট্রোরেল, দেড় ঘণ্টা পর চালু
রাজধানীতে বিদুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
সর্বশেষ খবর
ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের রায় স্থগিতের আবেদন
ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের রায় স্থগিতের আবেদন
উপকূলের আরও কাছে রিমাল, গতিবেগ ঘণ্টায় ১২০ কিমি
উপকূলের আরও কাছে রিমাল, গতিবেগ ঘণ্টায় ১২০ কিমি
৯ নম্বর মহাবিপদ সংকেত: চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ
৯ নম্বর মহাবিপদ সংকেত: চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ
ভারী বৃষ্টিতে ভূমিধসের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত
ঘূর্ণিঝড় রিমালভারী বৃষ্টিতে ভূমিধসের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত
সর্বাধিক পঠিত
ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে
ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে
‘তুফান’র গানে প্রীতম, আছেন পর্দায়ও!
‘তুফান’র গানে প্রীতম, আছেন পর্দায়ও!
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান