X
রবিবার, ১১ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

আনুপাতিক নয়, ৭২ এর সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হবে: ডা. জাহিদ হোসেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২৪, ২০:৪৬আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ২০:৪৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আনুপাতিক নয়, বাহাত্তরের সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হবে। তিনি বলেন, ‘বাংলাদেশের সংবিধান ৭১ ও ৭২ অনুষ্ঠিত হওয়ার পর আজ অব্দি তিনি বলেন, কনস্টিটিউশন-ভিত্তিক নির্বাচনের যে প্রক্রিয়া রয়েছে, বিএনপি মনে করে— তা অব্যাহত থাকবে।’

সোমবার (২১ অক্টোবর) বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন। যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ দীর্ঘদিন পর দেশের ফেরা উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জাহিদ বলেন, ‘দ্বিতীয় স্বাধীনতা অর্থাৎ ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার পালিয়ে গেছে। কিন্তু স্বৈরাচারের দোসররা বাংলাদেশেই আছে। তারা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। জনগণের অধিকার যাতে আদায় না হতে পারে, সেই ষড়যন্ত্র করে যাচ্ছে।’

 ‘আমাদের নেতা (তারেক রহমান) বলেছেন— আন্দোলনে ছিলাম আছি থাকবো। কারণ, আমাদের আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন।’ এমনটি জানিয়ে বুলু বলেন, ‘আমাদের আন্দোলন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন, আমাদের আন্দোলন গণতন্ত্র পুনপ্রতিষ্ঠায় যারা হত্যা করেছে তাদের বিচারের দাবিতে। আমাদের আন্দোলন যারা গুম হয়েছে, তাদেরকে ফিরিয়ে আনার।’

আনুপাতিক নির্বাচন চাওয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের সংবিধান ৭১ ও ৭২ প্রতিষ্ঠিত হওয়ার পর আজ অব্দি কনস্টিটিউশন-ভিত্তিক নির্বাচন প্রক্রিয়া রয়েছে। জনগণ সিদ্ধান্ত নেবে কোনটি হবে। কোনোভাবেই কোনও ব্যক্তির ওপর চাপিয়ে দেওয়া যাবে না। জনগণের মত ও অধিকারকে উপেক্ষা করার সুযোগ নেই। বিএনপি মনে করে, কনস্টিটিউশন-ভিত্তিক যে নির্বাচন প্রক্রিয়া, তা অব্যাহত থাকবে এবং ৩১ দফায় দেওয়া আছে কী ধরনের সংস্কার আমরা চাই।’

অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচন দাবি করে তিনি বলেন, ‘জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করুন।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারত একটি স্বাধীন দেশ, ভারত কি তার দেশকে  অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্য দেবে? আমার মনে হয়, ভারতীয় রাজনীতিবিদরা ও সরকার এত বোকা নয়। যারা এগুলো ছড়াচ্ছেন,  তারা হয়তোবা মাঠ গরম করার জন্য। বাস্তবে তারা মাঠে নামুক, দেখুন জনগণ তাদেরকে গ্রহণ করে কিনা? প্রমাণ হবে মাঠে, ইনশাআল্লাহ।’

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
পরিবারের সদস্যদের সঙ্গে খালেদা জিয়ার একান্ত সময়
আওয়ামী লীগের নেতাদের নিয়ে বিএনপির কার্যালয় উদ্বোধন
খুলনা মহানগর মহিলা দলের থানা ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা
সর্বশেষ খবর
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা
থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
আ.লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকে ইতিবাচক হিসেবে দেখছি: হাসনাত আব্দুল্লাহ
আ.লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকে ইতিবাচক হিসেবে দেখছি: হাসনাত আব্দুল্লাহ
ইমিগ্রেশন পুলিশকে আরও কঠোর হওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
ইমিগ্রেশন পুলিশকে আরও কঠোর হওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ