X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বিএনপিকে নির্মূলের চেষ্টা চলছে: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৬, ১৯:০২আপডেট : ১৬ মার্চ ২০১৬, ১৯:০৪

ফখরুল বিএনপিকে নির্মূল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনের বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক দোয়া মাহফিল ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘বিএনপিকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্মূল করার চেষ্টা চলছে। এ চেষ্টা ব্যাপকভাবে করা হচ্ছে।’
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির সামনে বড় দুঃসময়। কঠিন পরীক্ষার মধ্য দিয়ে বিএনপি চলছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে প্রায় ১২টি মামলা, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ৩১টি মিথ্যা মামলা দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘দলের শীর্ষ নেতাদের মধ্যে এমন কেউ নেই, যাদের নামে ১০ থেকে ৯০টির অধিক মামলা নেই। এটা শুধু শীর্ষ নেতাদের বিরুদ্ধেই নয়, গ্রাম ও ইউনিয়ন পর্যায়েও নেতাদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার, হামলা, নির্যাতন ও হত্যা করে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা চালানো হচ্ছে। তবে ইতিহাস বলছে, নির্যাতন-নিপীড়ন করে বিএনপিকে ধ্বংস করা যায় না। কারণ, বিএনপির রাজনীতি হলো এ দেশের মানুষ ও স্বাধীনতা-সার্বভৌমত্বের রাজনীতি।’

মির্জা ফখরুল দাবি করেন, বিএনপিকে যতবারই ধ্বংস করার চেষ্টা হয়েছে, ততবারই সেই ধ্বংসস্তুপ থেকে ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়িয়েছে। সুতরাং এই দলকে নির্মূল কিংবা ধ্বংস করা যাবে না।

কাউন্সিলে বাধার অভিযোগ করে মির্জা আলমগীর বলেন, ‘প্রচুর বাধা-বিপত্তি উপেক্ষা করে আগামী ১৯ মার্চ আমরা জাতীয় কাউন্সিল করতে যাচ্ছি। এতো বাধা-বিপত্তির পরেও অদম্য আগ্রহ ও উৎসাহ নিয়ে বিএনপির তৃণমূল পর্যায় থেকেও কাউন্সিলকে সফল করার চেষ্টা চলছে। সুতরাং কাউন্সিল সফল হবেই।’

সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা