X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

আড়ম্বরে বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২৪, ১৮:১০আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৩

‘মহান বিজয় দিবসের র‌্যালির প্রস্তুতি নিচ্ছে বিএনপি; এরইমধ্যে নয়াপল্টনসহ আশপাশের এলাকায় পুলিশের নিরাপত্তা জোরদার; প্রস্তুত জলকামান, সাঁজোয়া যান ও প্রিজন ভ্যান’। ২০২৩ সালের বিজয় দিবস পর্যন্ত অনেকটা এ রকমই ছিল বিএনপির ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপদযাপনের চিত্র।

অনেক বছর পর চব্বিশের বিজয় দিবস (১৬ ডিসেম্বর) অনুকূল পরিবেশে উদযাপনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ইতোমধ্যে গঠন করা হয়েছে ‘সবার আগে বাংলাদেশ’ নামে একটি সাংগঠনিক ব্যানার। মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সামনে আসবে এই উদ্যোগ। এর আহ্বায়ক শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সংবাদ সম্মেলনে কথা বলবেন।

বিএনপির বিভিন্ন দায়িত্বশীলসূত্র জানিয়েছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা, পুরো মুক্তিযুদ্ধকালে জিয়া পরিবারের আত্মত্যাগ, দেশ পরিচালনায় এসে মুক্তিযুদ্ধ বিষয়ক নানা উদ্যোগ নিয়েছে বিএনপি। এসবই বিজয় দিবস উদযাপনের অংশ হতে পারে।

দলীয় নেতাকর্মীরা বলছেন, দীর্ঘদিন পর অনুকূল পরিবেশে র‌্যালি করবে বিএনপি। বিগত সময়ে বিজয় র‌্যালির আগে অনুমতি নেওয়া, পুলিশের মাত্রাতিরিক্ত তল্লাশিসহ নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে নেতাকর্মীদের। এবার সেই পরিবেশ নেই।

জানা গেছে, নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়, গুলশানের চেয়ারপারসনের কার্যালয় আলোকসজ্জায় সজ্জিত হবে। পাশাপাশি বিজয় দিবসের র‌্যালিতে সিনিয়র নেতাকর্মীরা অংশ নেবেন। ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিগত বছরগুলোয় বিএনপির বিজয়র‌্যালি পরিণত হতো দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে। দলের অনুসারীরা স্লোগান, প্ল্যাকার্ড ও বিভিন্ন রকম ফেস্টুনে তার মুক্তির দাবি জানাতো। খালেদা জিয়ার বক্তব্য সংবলিত বিভিন্ন রঙের গেঞ্জিও পরিধান করতে দেখা গেছে।

এবার অবশ্য মুক্তির দাবি থাকছে না। এবারের বিজয় দিবসকে বিএনপি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় এলে কী কী করার সুযোগ সৃষ্টি করবে, এর একটি প্রতিশ্রুতির প্রদর্শন দেখা যেতে পারে। সর্বোপরি কেবল ইতিহাস নয়, আগামী দিনের বার্তাও দিতে চাইছেন দলটির শীর্ষনেতৃত্ব। এমনটি জানান একজন দায়িত্বশীল।

জানতে চাইলে বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে বিগত আওয়ামী লীগ সরকার স্বাধীনতার মূল আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করেছিল। গত ৫ আগস্ট পটপরিবর্তনের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ফিরে পাওয়ার স্বপ্ন তৈরি হয়েছে। এই প্রজন্মের কাছে তা তুলে ধরতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই উদ্যোগ নেন, যা ১৬ ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।’

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
দেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে নির্বাচনের বিকল্প নেই: শামসুজ্জামান দুদু
খাল খনন বিএনপির রাজনীতির অন্যতম পিলার: আমির খসরু
সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাইলেন তারেক রহমান
সর্বশেষ খবর
দেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে নির্বাচনের বিকল্প নেই: শামসুজ্জামান দুদু
দেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে নির্বাচনের বিকল্প নেই: শামসুজ্জামান দুদু
‘আমাদের শিরোপা স্বপ্ন নেই বললেই চলে’
‘আমাদের শিরোপা স্বপ্ন নেই বললেই চলে’
গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
১২ দফা দাবিতে অভিভাবক ঐক্য ফোরামের মানববন্ধন
১২ দফা দাবিতে অভিভাবক ঐক্য ফোরামের মানববন্ধন
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’