X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

‘নির্বাচন যাতে দেরিতে হয় সে জন্য চতুর্মুখী ষড়যন্ত্র চলছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৭আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৭

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে ঠিকই, কিন্তু চতুর্মুখী ষড়যন্ত্রের ভেতরে আমরা আছি। ষড়যন্ত্র যেন এই দেশটাকে গ্রাস করার অপচেষ্টা চালাচ্ছে! আমরা নির্বাচনের কথা বলছি, গণতন্ত্রের কথা বলছি, গণতন্ত্রের মধ্যে দিয়ে সংস্কারের বৈধতার কথা বলছি। কিন্তু নির্বাচন যাতে দেরিতে হয়, সরকারের বাইরে ও ভেতরে সেই ষড়যন্ত্র চলছে।    

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ‘দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার’ দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, ‘গত ১৭ বছর গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অনেক আন্দোলন করেছি এই প্রেসক্লাবের সামনে। এখন ফ্যাসিবাদের পতনও হয়েছে, জাতির সমর্থিত অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। আজও এই প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে নির্বাচন দিতে হবে, নির্বাচন দেন, আমরা গণতন্ত্রের অগ্রযাত্রায় হাঁটতে চাই– এসব কথা কেন বলতে হবে? এটা আমার কাছে অবাক লাগে!’   

তিনি বলেন, ‘সরকার সংস্কারের কথা বলছে। সেটা প্রয়োজন এতে কোনও সন্দেহ নেই। কিন্তু সেই সংস্কারের বৈধতা দেবে একটি নির্বাচিত সংসদ। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। নির্বাচিত সরকার আসবে এবং একটার পর একটা সংস্কার চলতে থাকবে।’    

সরকারের উদ্দেশে আযম খান বলেন, ‘অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পদ্ধতি ও তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি দেশে স্থাপন করতে হবে। সে জন্য কালক্ষেপন করবেন না। আপনার সরকারের ভেতরে ও বাইরে যত ষড়যন্ত্র আছে সেগুলো মোকাবিলা করে অনতিবিলম্বে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দেন।’      

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উপদেষ্টা মো. জাহাঙ্গীর হোসেন শামীমের সভাপতিত্বে নাগরিক সমাবেশে অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

/এএজে/আরকে/
সম্পর্কিত
সাবেক যুবদল নেতার বাড়িতে পুলিশের অভিযান, পাশের জমিতে মিললো লাশ
বিএনপিকে সংস্কারবিরোধী বলা পরিকল্পিত অপপ্রচার: মির্জা ফখরুল
নির্বাচনের সময় আইনশৃঙ্খলা নিয়ে কোনও সমস্যা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে