X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

গণতন্ত্র পুনরুদ্ধারে প্রাণ দিতে প্রস্তুতি নেবে ছাত্রদল: আমানুল্লাহ আমান

ঢাবি প্রতিনিধি
১৮ মার্চ ২০২৫, ১৯:৫০আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১৯:৫০

বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদল অকাতরে জীবন দিতে প্রস্তুতি নেবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। তিনি বলেন, নবী করিম (সা.) অনেক বাধার সম্মুখীন হয়েছেন। তিনি পিছিয়ে যাননি। আজ ছাত্রদল পেছাবে না। নবী করিম (সা.) হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন। প্রয়োজনে ছাত্রদলকে এই কর্মসূচি চালু রাখতে হিলফুল ফুজুল গঠন করতে হবে।

মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রদলের কোরান তেলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আমান বলেন, আজ বাংলাদেশের মানুষ প্রস্তুত। অন্তর্বর্তী সরকার হয়েছে। সামনে নির্বাচন ও সংস্কার কাজ। যে অনেকগুলো সংস্কারের কথা তারেক রহমান আগেই বলেছিলেন। দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। ষোলো বছর যারা আন্দোলন করেছে, তাদেরকে নিয়ে জাতীয় সরকারের কথা তিনি বলেছেন।

বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী সোহেল বলেন, একটি মহল বলে বেড়ায়, একই সাপের দুইমুখ— একটি আওয়ামী লীগ এবং অন্যটি বিএনপি। যারা এই কথা বলে, তাদেরকে বলবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে দেখুন, ছাত্রলীগ কী করেছে, এখন ছাত্রদল কী করছে। আমরা সবাই মিলে একসাথে থাকতে চাই যেন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা যায়। কিন্তু অনেকের তো মুখ দেখি ঠিক থাকে না। চান্স পেলেই বিএনপিকে গুঁতা মারে।

বিএনপির ছাত্রবিষয়ক উপদেষ্টা রাকিবুল ইসলাম বকুল বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে ভাত ও ভোটের অধিকারের জন্য লড়াই করেছে। ভোটের অধিকার ফিরে পেতে হাজার হাজার নেতাকর্মী-ছাত্রজনতা জীবন দিয়েছে। লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। ফলশ্রুতিতে ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে বিদায় করেছি। সেখ হাসিনা পালিয়েছে। কিন্তু তার ফ্যাসিস্ট বাহিনী রয়ে গেছে। শেখ হাসিনার ফ্যাসিস্ট বাহিনীর লোকজন এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা একটি ষড়যন্ত্রী মহল নতুন করে ষড়যন্ত্র করছে। দীর্ঘদিন জনগণ ভোট দিতে পারেনি।

বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে রয়েছে। এই অন্তর্বর্তী সরকারের মধ্যেও রয়েছে। তারা বিভিন্নভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। এখন কীভাবে একজন শিশু বাচ্চা ধর্ষিত হয়? আমরা যদি বিচ্ছিন্ন থাকি, তাহলে ফ্যাসিবাদ সুযোগ নেবে। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে আবার কোনও স্বৈরাচারের আবির্ভাব ঘটাবে। সেজন্য সকলকে সাবধান থাকতে হবে।

অনুষ্ঠানে শারীরিক অসুস্থতার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকতে পারেননি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক।

 

/এমএস/
সম্পর্কিত
সাবেক যুবদল নেতার বাড়িতে পুলিশের অভিযান, পাশের জমিতে মিললো লাশ
বিএনপিকে সংস্কারবিরোধী বলা পরিকল্পিত অপপ্রচার: মির্জা ফখরুল
যেসব সংস্কারে একমত বিএনপি, জানালেন মির্জা ফখরুল
সর্বশেষ খবর
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে