বাংলাদেশের বিরুদ্ধে আর কোনও ষড়যন্ত্র করে লাভ হবে না উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। বিদেশি প্রভুদের সহযোগিতায় স্বৈরাচার আওয়ামী দোসরদের কোনও ষড়যন্ত্র বাংলাদেশের মানুষের ক্ষতি করতে পারবে না।
বুধবার (১৯ মার্চ) রাজধানীর রূপনগরে ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষে বিশিষ্ট সমাজ সেবক বিএনপি নেতা হাজী মো. রতন মিয়া’র আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় আমিনুল হক বলেন, স্বৈরাচার মুক্ত এ স্বাধীন বাংলাদেশে আজকে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছি। এই স্বস্তির নিঃশ্বাসের ভিতরে কতিপয় ষড়যন্ত্রকারীরা দুষ্কৃতকারীরা আওয়ামী স্বৈরাচারের দোসররা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। এই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে বাংলাদেশের ভিতরে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে তারা।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক গাজি রেজাউনুল হোসেন রিয়াজ,মাহাবুব আলম মন্টু, রূপনগর থানা বিএনপি আহবায়ক জহিরুল হক,যুগ্ম আহবায়ক ইঞ্জি. মজিবুল হক, আলী আহমেদ রাজু, রূপনগর আবাসিক জন কল্যাণ সমিতির সভাপতি বিএনপি নেতা মো. শাহ আলম মোল্লা,থানা বিএনপির সিনিয়র সদস্য এম আশরাফুল ইসলাম, রুপনগর ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি শফিকুল ইসলাম মামুন,সাধারণ সম্পাদক খোকন মাদবর,সহসভাপতি ফুতুন মিয়া, যুবদল সিনিয়র সহসভাপতি মো. নাঈম, রুপনগর থানা স্বেচ্ছাসেবকদল সিনিয়র যুগ্ম আহবায়ক সাজেদুল আলম টুটুল, ছাত্রদল রুপনগর থানার সাধারণ সম্পাদক কাওছার মল্লিক প্রমুখ।
এর আগে দুপুরে রাজধানীর মিরপুর গার্লস অ্যান্ড আইডিয়াল ল্যবরেটরীজ ইনস্টিটিউটের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আমিনুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লবী থানা বিএনপির যুগ্ম আহবায়ক স্কুল এডহক কমিটির সভাপতি মোকছেদুর রহমান আবির। সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ জিনাত ফারহানা।