X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ফখরুলকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৬, ১৪:২০আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১৪:২৫

রুহুল কবীর রিজভী বিএনপির সদ্য ঘোষিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সদ্য ঘোষিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি বলেন, ‘এটা শুধু মির্জা ফখরুলকে জেলে পাঠানো নয়, পুরো বিএনপির ওপর নগ্ন হস্তক্ষেপ। তাকে মহাসচিব ঘোষণা দেওয়ার পর সরকার ভয় পেয়েছে। তারা মনে করেছে দলে নতুন করে মেরুকরণ হবে। তাই জেলে পাঠিয়েছে।’
বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষনিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি অবিলম্বে মহাসচিবের মুক্তি দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন।
রিজভী বলেন, ‘মহাসচিব হিসেবে ঘোষণা দেওয়ার দুই ঘণ্টার মধ্যে মির্জা ফখরুলকে জেলে পাঠানো হয়েছে। তাকে ফুল দিয়ে অভিনন্দন জানানোর জন্য নেতাকর্মীরা কার্যালয়ে অপেক্ষা করছিলেন। সেই সুযোগটুকুও দেওয়া হয়নি।’
বুধবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে মির্জা ফখরুল ইসলামকে দলের মহাসচিব ঘোষণা দেওয়া হয়। দুই ঘণ্টা পরই আদালত থেকে খবর আসে ফখরুলের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ খবরের পরপরই দলীয় নেতাকর্মীরা পল্টনে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, বিশেষ সম্পাদক নাদিম মোস্তফা, নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন জসিম, মাহাবুবুল হক নান্নু প্রমুখ।

/এসটিএস/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শ্রীলঙ্কায় দ্বিতীয় ওয়ানডের আগের দিন লন্ডনে গেলেন সিমন্স
শ্রীলঙ্কায় দ্বিতীয় ওয়ানডের আগের দিন লন্ডনে গেলেন সিমন্স
পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ ‘ব্লকেড’ পুলিশের সঙ্গে হাতাহাতি
পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ ‘ব্লকেড’ পুলিশের সঙ্গে হাতাহাতি
দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ২ জন নিহত
দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ২ জন নিহত
ফুটবলের উন্নয়নে বাংলাদেশ-তুরস্কের পারস্পরিক সহযোগিতার আশ্বাস
ফুটবলের উন্নয়নে বাংলাদেশ-তুরস্কের পারস্পরিক সহযোগিতার আশ্বাস
সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত