X
বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

‘ফাউল খেললে জনগণ লাল কার্ড দেখাবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২২, ১৬:৩২আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১৬:৩২

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন , গত ২-৩ মাস ধরে রাজনৈতিক মঞ্চে শুনা যাচ্ছে খেলা হবে, খেলা হবে। কিন্তু কী নিয়ে খেলা হবে, কোন মাঠে খেলা হবে তা কিন্তু জনগণ জানে না। তবে কেউ যদি খেলতে গিয়ে ফাউল করে জনগণ কিন্তু তাদের লাল কার্ড দেখাতে ভুল করবে না।

শনিবার বিকালে নিজ নির্বাচনি এলাকা শ্যামপুর-কদমতলীর ৫২নং ওয়ার্ডে সহিংস রাজনীতির প্রতিবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদার গণতান্ত্রিক ,ইসলামী মূল্যবোধ ও অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় জাতীয় পার্টি আয়োজিত এক শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বাবলা বলেন ,রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য। কিন্তু দেশের বর্তমান রাজনীতিতে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এক দল ক্ষমতায় থাকার জন্য শক্তি প্রদর্শন করে শোডাউনের রাজনীতি করছে,আর এক দল যে কোনও মূল্যে ক্ষমতায় আসার জন্য সহিংসতার পথ বেছে নিচ্ছে। কিন্তু জাতীয় পার্টি সহিংস রাজনীতির পরিবর্তে শান্তির রাজনীতিতে বিশ্বাসী। জাতীয় পার্টি শোডাউনের রাজনীতির চেয়ে গণমানুষের শক্তিকে প্রাধান্য দেয়। জাতীয় পার্টি বিশ্বাস করে নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার সুযোগ নাই।

সাংবিধানিকভাবে যে পদ্ধতিতে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে সেই পদ্ধতিতে নির্বাচনে যাবে জাতীয় পার্টি। কোনও অনির্বাচিত  বা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি জাতীয় পার্টি বিশ্বাস করে না। তাই যারা রাজনীতির সভা সমাবেশের নামে অনির্বাচিত সরকারের অধীনে নির্বাচনের দাবি করছে , পক্ষান্তরে তারা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা করছে। তবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী  মানবিক মূল্যবোধ সম্পন্ন কোনও মানুষ তা মেনে নেবে না—বলেন তিনি।

কদমতলী থানা জাতীয় পার্টি 'র সভাপতি শামসুজ্জামান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল , আমির উদ্দিন আহমেদ ডালু, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, কে. এম সোবহান ,আকতার হোসেন দেওয়ান, কাউসার আহমেদ , শাহনাজ পারভীন , বাবুল হোসেন মিন্টু ,হাসান আলী ,কফিল উদ্দিন কফু, ইসমাঈল হোসেন, জাহাঙ্গীর ও মো. আলমগীর  প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন ডি কে সমির।

 

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাড়া বাসা থেকে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভাড়া বাসা থেকে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জুলাই আন্দোলনের পরিস্থিতি তৈরি করে গণতন্ত্রকামী মানুষ: মঈন খান
জুলাই আন্দোলনের পরিস্থিতি তৈরি করে গণতন্ত্রকামী মানুষ: মঈন খান
রূপপুর প্রকল্পের আরও ৮ কর্মকর্তাকে বরখাস্ত
রূপপুর প্রকল্পের আরও ৮ কর্মকর্তাকে বরখাস্ত
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ